Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ইন্টারনেটের সমস্যা, শেষমেশ গাছের মগডালে চড়েই অনলাইন ক্লাস নিচ্ছেন শিক্ষক

কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। বাস্তবে এই কথাটির নজির বহুবার পাওয়া গেছে। এবার সেরকম একটি ঘটনা ঘটলো বাঁকুড়াতে। পুরো বিষয়টি খোলসা করেই বলা যাক। বর্তমান যুগ ইন্টারনেটের সেকথা সবাই…

Avatar

কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। বাস্তবে এই কথাটির নজির বহুবার পাওয়া গেছে। এবার সেরকম একটি ঘটনা ঘটলো বাঁকুড়াতে। পুরো বিষয়টি খোলসা করেই বলা যাক। বর্তমান যুগ ইন্টারনেটের সেকথা সবাই জানে। আর বর্তমান লকডাউনের সময় ইন্টারনেট ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই ইন্টারনেটের সমস্যা লেগেই রয়েছে। ঠিকমতো কানেকশন পাওয়া যায়না। এই ইন্টারনেটের পরিষেবা ঠিকঠাক করে পেতে নিম গাছের ডালে চড়ে বসলেন এক শিক্ষক।

শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ইন্দপুরের আহোন্ডা গ্রামে। পেশায় শিক্ষক সুব্রত পতি কলকাতার দুটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তাই তিনি কলকাতাতেই থাকেন। কিন্তু এখন তিনি তাঁর গ্রামে রয়েছেন। লকডাউনের জেরে সব শিক্ষা প্রতিষ্ঠানেই অনলাইনে ক্লাস করা হচ্ছে। তাঁকেও অনলাইনে ক্লাস করতে হবে কিন্তু সমস্যা করে বসলো ইন্টারনেট।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইন্টারনেটের পরিষেবা পেতে তিনি এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে বেড়াচ্ছিলেন। কিছুই হচ্ছিলো না। এদিকে ছাত্রছাত্রীদের পড়ানোর অসুবিধা হচ্ছে। তাই শেষপর্যন্ত তাঁর বাড়ি থেকে একটু দূরে নিমগাছে উঠে পড়েন তিনি। আর সেখানেই বাজিমাত। ইন্টারনেট একদম ঠিকঠাক চলছে, কোনো সমস্যাই নেই। গাছেই কাঠ ও গাছের দল দিয়ে মাচা বানিয়ে নিয়েছেন। গ্রামের লোকেরাও তাঁকে এক্ষেত্রে সাহায্য করেন।

সুব্রত বাবু বলেন যে ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য তিনি অনেক ভেবে এই পথ পেয়েছেন। তাই যতই রোদে কষ্ট হোক তিনি সব সহ্য করে নেবেন। তাঁর এই কাজ দেখে অবাক সকলে। এই দায়িত্বশীলতা দেখে মুগ্ধ হয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের কর্ণধার ও। শিক্ষকতা যে এক মহান কাজ তা সুব্রত বাবু বুঝিয়ে দিয়েছেন।

About Author