Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সরকারি অনুষ্ঠানে ‘জয় শ্রীরাম’ ধ্বনি ওঠা নিয়ে মুখ্যমন্ত্রীর পাশে নুসরত, পাল্টা দিলেন অমিত

কলকাতা: নেতাজির জন্মদিবসে (Netaji's BirthAniversary) আজ, শনিবার (Saturday) সকাল থেকেই উৎসব আবহ ছিল বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এলগিন রোডে সুভাষ চন্দ্র বসুর (Subhash Chandra Bose) বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন, শ্যামবাজার…

Avatar

কলকাতা: নেতাজির জন্মদিবসে (Netaji’s BirthAniversary) আজ, শনিবার (Saturday) সকাল থেকেই উৎসব আবহ ছিল বাংলায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এলগিন রোডে সুভাষ চন্দ্র বসুর (Subhash Chandra Bose) বাড়িতে শ্রদ্ধাজ্ঞাপন, শ্যামবাজার (Shyambazar) থেকে ধর্মতলা (Esplaned) পদযাত্রা, এরপর ভিক্টোরিয়ায় (Victoria Memorial) মোদি বরণ। সবই চলছিল নিয়ম মেনে। কিন্তু তাল কাটল সন্ধ্যের অনুষ্ঠানে। মমতার ভাষণের আগে ‘জয় শ্রী রাম’ ধ্বনি ওঠায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেননি মমতা। যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়েছে রাজ্য-রাজনীতিতে।

তৃণমূল সুপ্রিমোকে কেন এমন অসম্মানের মুখোমুখি হতে হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন বসিরহাটের তৃণমূল সাংসদ-তথা অভিনেত্রী নুসরত জাহান। তিনি টুইটে লেখেন, ‘মুক্তিযোদ্ধা নেতাজি সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সরকারি কর্মসূচিতে রাজনৈতিক ও ধর্মীয় স্লোগান দেওয়ার তীব্র নিন্দা জানাচ্ছি।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে তিনি লেখেন, ‘সেভ বেঙ্গল ফ্রম বিজেপি’।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এদিকে নুসরতের এই মন্তব্যর পরই পাল্টা উত্তর দেন বিজেপি নেতা অমিত মালব্য। টুইটারে তিনি লেখেন, ‘বিশ্বভারতীর শতবর্ষ উৎসবে না গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুরের দর্শনকে অপমান করেছেন। নেতাজির জন্মবার্ষিকীতে ভাষণ না দিয়ে সেই কাজের পুনরাবৃত্তি ঘটালেন। বাংলা এই অসম্মান মেনে নেবে না।’

ভিক্টোরিয়ায় নেতাজি স্মরণ অনুষ্ঠানে মমতা ভাষণ দিতে ওঠার আগেই, সভায় উপস্থিত দর্শকদের মধ্যে থেকে উঠে আসে ‘‌জয় শ্রী রাম’‌ স্লোগান। আর তাতে ক্ষুব্ধ হয়ে, এর প্রতিবাদ জানিয়ে বক্তব্যই রাখলেন না মমতা। পরিস্থিতি শান্ত হতে মুখ্যমন্ত্রী হিন্দিতে বলেন, ‘‌আমার মনে হয়, এটা সরকারি অনুষ্ঠান। কোনও রাজনৈতিক দলের সভা নয়। এটা সকল রাজনৈতিক দল ও সাধারণ মানুষের অনুষ্ঠান। কলকাতায় এই অনুষ্ঠান আয়োজন করায় আমি প্রধানমন্ত্রী, সংস্কৃতি মন্ত্রকের কাছে কৃতজ্ঞ। কিন্তু কাউকে আমন্ত্রণ করে তাঁকে অসম্মান করা শোভা দেয় না। তাই আমি এর প্রতিবাদে এই অনুষ্ঠানে আর কিছুই বলব না।’‌

About Author