Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

আবারও গরমের ছুটি বাংলায়, স্কুল খুলবে কবে? জানিয়ে দিল শিক্ষা দফতর

গরমে হাঁসফাঁস করছে গোটা বাংলা। পারদ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। এই অবস্থায় ফের একবার স্কুলছুটির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গরমের ছুটি…

Avatar

গরমে হাঁসফাঁস করছে গোটা বাংলা। পারদ বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যাও। এই অবস্থায় ফের একবার স্কুলছুটির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শিশুদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গরমের ছুটি বাড়ানো হল রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলে।

গত ৯ মে থেকে শুরু হয়েছিল গ্রীষ্মের ছুটি। তা শেষ করে ২ জুন থেকে ফের চালু হয় স্কুল। পঠনপাঠন চলছিল স্বাভাবিক নিয়মেই। কিন্তু ক্রমাগত বাড়তে থাকা গরম এবং করোনা সংক্রমণ ফের আশঙ্কার মেঘ ডেকে আনল অভিভাবকদের মনে। এই পরিস্থিতিতে স্কুল খোলা রাখা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠছিল। সেই কারণেই দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য হল শিক্ষা দফতর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, আগামী ১৩ জুন (শুক্রবার) ও ১৪ জুন (শনিবার) অতিরিক্ত দু’দিন ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলে। ১৫ জুন (রবিবার) নিয়মিত সাপ্তাহিক ছুটি থাকার ফলে টানা তিনদিন স্কুল বন্ধ থাকবে। আগামী ১৬ জুন, সোমবার থেকে ফের স্বাভাবিক ছন্দে ফিরবে ক্লাস।

এই সিদ্ধান্তে স্বস্তি পেয়েছেন বহু অভিভাবক। কারণ অতিরিক্ত তাপপ্রবাহে শিশুদের অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা বেড়েছে। তাছাড়াও, সামান্য উপসর্গ দেখলেই অনেক পরিবার চিন্তায় পড়ছে, কারণ বর্তমান করোনা পরিস্থিতি আগের মতো মারাত্মক না হলেও অবহেলা করার মতো নয়।

দেশের অন্যান্য রাজ্যেও দেখা যাচ্ছে গরমের জন্য ছুটির মেয়াদ দীর্ঘায়িত করার প্রবণতা।

  • উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি ও হরিয়ানায় স্কুল খুলবে ৩০ জুন থেকে।

  • রাজস্থান খুলছে ১৬ জুন

  • মহারাষ্ট্রে স্কুল খুলে গেছে ৯ জুন থেকে।

  • গুজরাটে স্কুল চালু হয়েছে ৪ জুন থেকেই।

তবে প্রতিটি রাজ্যের সিদ্ধান্ত তাদের নিজস্ব পরিস্থিতির উপর নির্ভর করেই নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এক আধিকারিক।

প্রশ্নোত্তরে বিষয়টি পরিষ্কার করা যাক:

১. কেন ফের বাড়ানো হল গরমের ছুটি?
গরমের তীব্রতা এবং করোনা সংক্রমণ বৃদ্ধির জেরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২. কোন দিনগুলো ছুটি থাকবে রাজ্যের স্কুলে?
১৩ জুন (শুক্রবার), ১৪ জুন (শনিবার) এবং ১৫ জুন (রবিবার) ছুটি থাকবে।

৩. কোন ধরণের স্কুল এই ছুটির আওতায় পড়ছে?
সমস্ত সরকারি এবং সরকার পোষিত প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল।

৪. স্কুল আবার কবে থেকে খুলবে?
স্কুল খুলবে ১৬ জুন, সোমবার থেকে।

৫. অন্যান্য রাজ্যগুলির কী অবস্থা?
উত্তরপ্রদেশ, পাঞ্জাব, দিল্লি, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাট প্রভৃতি রাজ্যেও ভিন্ন তারিখে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About Author