Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

রাজনৈতিক মহলে ইন্দ্রপতন, প্রয়াত হলেন কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। শারীরিক অসুস্থতার জন্য তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গত ২১শে জুলাই…

Avatar

প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। শারীরিক অসুস্থতার জন্য তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গত ২১শে জুলাই অসুস্থতার জন্য কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। গতকাল রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। সোমেন মিত্রর জীবনাবসানে বাংলার রাজনীতিতে একটা দীর্ঘ অধ্যায়ের অবসান হলো। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে।

প্রবীণ রাজনীতিবিদের পরিবারের তরফে জানানো হয়েছে, গতকালই তিনি হাসপাতালে হাঁটাচলা করেছিলেন। পরিবার, পরিজনদের সাথে কথাও বলেন তিনি, কিন্তু গভীর রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। গতকাল রাতেই প্রদেশ কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়েছে একথা। দীর্ঘদিন থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন সোমেন বাবু। পুরনো পেসমেকার বদল করার জন্যই বেলভিউতে ভর্তি হন তিনি। কিন্তু অন্যান্য শারীরিক সমস্যা থাকায় অবস্থার অবনতি হচ্ছিল। তবে মঙ্গলবার রাত থেকে ক্রমশই তার অবস্থার উন্নতি হচ্ছিল বলে জানা গিয়েছিল। তার মধ্যেই বুধবার রাতে অকস্মাৎ এই মৃত্যুর খবর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১৯৪১ সালে জন্ম হয় প্রবীণ এই রাজনীতিবিদের। শিয়ালদহ বিধানসভা কেন্দ্র থেকে বেশ কয়েকবার বিধায়কও হন। রাজনীতিতে “ছোড়দা” নামেই বেশি পরিচিত ছিলেন। ২০০৭-০৮ সালে কংগ্রেস ছেড়ে প্রগতিশীল ইন্দিরা গান্ধী কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ডায়মন্ড হারবার কেন্দ্র সাংসদ হন। ২০১৪ সালে আবার ফিরে আসেন কংগ্রেসে। ২০১৮ সালে তিনি পুনরায় প্রদেশ কংগ্রেস সভাপতি হন।

About Author