উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। চলবে আরও ২৪ ঘন্টা। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। তবে মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমবে। কিন্তু সপ্তাহান্তে আবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে।
এদিকে দক্ষিণবঙ্গে ও বাড়বে বৃষ্টির পরিমান। গতকাল প্রায় সারাদিন জুড়ে কোথাও বিক্ষিপ্ত বা কোথাও ভারী বৃষ্টি হয়েছে। কলকাতার বিভিন্ন এলাকাতে সন্ধের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি হয়েছে। অনেক রাস্তায় জল জমে গিয়েছে। এবার আলিপুর আবহাওয়া দফতর সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে জানিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowদক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ ও প্রবল বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।