করোনা ভাইরাসের প্রকোপ উত্তরোত্তর বৃদ্ধির ফলে আগস্ট মাস জুড়ে সপ্তাহে দুই দিন লক ডাউন ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। ফের রাজ্যে সাপ্তাহিক লক ডাউনের দিনক্ষণ বদল করল রাজ্য সরকার।
বলা হয়েছে, আগস্ট মাসের ৫ই আগস্ট, ৮ই আগস্ট, ২০শে আগস্ট, ২১শে আগস্ট ও ২৭শে আগস্ট ও ২৮ ও ৩১শে আগস্ট লক ডাউন জারি থাকবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowএই নিয়ে তিন বার লক ডাউনের দিনক্ষণ বদল করা হল। রাজ্য সরকারের তরফে এবিষয়ে জানান হয়েছে, মানুষের অনুরোধ ও ভাবাবেগকে প্রাধান্য দিয়েই লক ডাউনের দিন আবার বদলানো হল।