এই ভ্যাপসা গরমে রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য একরাশ স্বস্তির খবর নিয়ে এল জুলাই মাস। কারণ, নতুন করে টানা ছুটির ঘোষণা করল রাজ্য সরকার। গরমে অতিষ্ঠ পড়ুয়াদের জন্য এ যেন একটুকরো আশার আলো।
জুন মাসে গরমের ছুটি শেষ হয়ে গেলেও রাজ্যের একাধিক জেলায় এখনও পর্যন্ত বজায় রয়েছে প্রখর গরম ও অস্বস্তিকর পরিবেশ। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় বর্ষা ঢুকলেও, বৃষ্টি একেবারেই বিক্ষিপ্ত। ফলে তাপমাত্রা থেকে মিলছে না সেভাবে কোনও রেহাই। এই অবস্থায় স্কুল খুলে যাওয়ায় প্রতিদিন গরমে নাজেহাল হতে হচ্ছে পড়ুয়াদের। তবে জুলাই মাসে পরিস্থিতি কিছুটা বদলাতে চলেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowকেন মিলছে টানা ছুটি?
২০২৫ সালের জুলাই মাসে একাধিক উৎসব ও সাপ্তাহিক ছুটির জন্য পড়ুয়াদের টানা সাত থেকে আট দিন ছুটি পাওয়ার সম্ভাবনা রয়েছে। মাসের শুরুতেই পড়ছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব মহরম। ৬ জুলাই, রবিবারে মহরম থাকায় এমনিতেই সরকারি ছুটি। তবে তার আগের দিন, অর্থাৎ ৫ জুলাই শনিবার, ঐচ্ছিক ছুটির কথা জানিয়েছে রাজ্য সরকার। বিদ্যালয় কর্তৃপক্ষ চাইলে সেই দিনটিও ছুটি ঘোষণা করতে পারে।
তার সঙ্গে জুলাই মাসে রয়েছে চারটি রবিবার — ৬, ১৩, ২০ ও ২৭ জুলাই। অনেক বিদ্যালয়ে শনিবারেও সাপ্তাহিক ছুটি দেওয়া হয়। ফলে সব মিলিয়ে জুলাই মাসে পড়ুয়াদের জন্য অপেক্ষা করছে একটানা বিশ্রামের সুযোগ।
গরমের মধ্যেও ক্লাসে হাজিরা বাধ্যতামূলক কেন?
বর্ষা শুরু হলেও রাজ্যের অনেক জেলায় এখনও পর্যন্ত দিনের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস করছেন সাধারণ মানুষ। এই অবস্থায় শিশু ও কিশোর পড়ুয়াদের নিয়মিত স্কুলে যেতে বাধ্য হওয়াটা উদ্বেগজনক বলে মনে করছেন অভিভাবকরা।
পড়ুয়াদের কেমন প্রতিক্রিয়া?
ছুটি ঘোষণার খবর শুনে খুশি ছাত্রছাত্রীরা। কেউ বলছে, “এই গরমে স্কুলে যাওয়া একেবারে কষ্টকর হয়ে উঠেছে, কিছুদিন বিশ্রাম পেলে ভাল লাগবে।” শিক্ষকরাও মনে করছেন, এই সাময়িক ছুটি ছাত্রছাত্রীদের মানসিক স্বাস্থ্যের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে।
পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
১. জুলাই মাসে ক’দিন ছুটি পেতে পারে রাজ্যের পড়ুয়ারা?
সম্ভাব্য ছুটির সংখ্যা সাত থেকে আট দিন পর্যন্ত হতে পারে।
২. ছুটির কারণ কী?
মহরম, ঐচ্ছিক ছুটি এবং সাপ্তাহিক রবিবার ও শনিবারের ছুটির মিলিত প্রভাবে এই টানা ছুটি মিলতে চলেছে।
৩. মহরম কবে?
২০২৫ সালের ৬ জুলাই, রবিবার।
৪. রাজ্য সরকার কবে ঐচ্ছিক ছুটি ঘোষণা করেছে?
৫ জুলাই, শনিবার।
৫. এই ছুটি কি সব স্কুলে কার্যকর হবে?
ঐচ্ছিক ছুটি বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী কার্যকর হবে। তবে সরকারি নির্দেশ অনুযায়ী রবিবার ও মহরমে ছুটি থাকবে।
আবার নোটবন্দি? রাতারাতি ৫০০ টাকার নোট বাতিল হলে কী করবেন?