Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়াতে দেশে ১ নম্বরে বাংলা, ১০০০ কোটি টাকা দিতে পারে কেন্দ্র

জল জীবন মিশন প্রকল্পে এবার কেন্দ্র সরকারের কাছ থেকে এবার ব্যাপক প্রশংসা পেল রাজ্য সরকার। সর্বদাই খবরের শিরোনামে উঠে আসে কেন্দ্র রাজ্য সংঘাত। কিন্তু এবার রাজ্যের কাজের প্রশংসা করে খবরের…

Avatar

জল জীবন মিশন প্রকল্পে এবার কেন্দ্র সরকারের কাছ থেকে এবার ব্যাপক প্রশংসা পেল রাজ্য সরকার। সর্বদাই খবরের শিরোনামে উঠে আসে কেন্দ্র রাজ্য সংঘাত। কিন্তু এবার রাজ্যের কাজের প্রশংসা করে খবরের শিরোনামে এলেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রকের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক। আসলে বাড়িতে বাড়িতে জল পৌঁছানো নিয়ে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের সহায়তায় কাজ করছিল রাজ্য সরকার। এবার সেই কাজের প্রশংসা করে কয়েক দফা পরামর্শ দেন কেন্দ্রীয় এই আধিকারিক। এমনকি নবান্ন সূত্রে এও জানা গিয়েছে যে কেন্দ্রীয় রাজ্যকে এই প্রকল্পের জন্য ১০০০ কোটি টাকা দিতে পারে।

আজ অর্থাৎ মঙ্গলবার মুখ্য সচিবের নেতৃত্বে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করা হয়েছিল। ওই বৈঠকে প্রত্যেকটি জেলার শাসক এবং জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে উপস্থিত থেকেই কেন্দ্রের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিক রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ হন। পাশাপাশি কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সার্টিফিকেশন করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, এদিনের বৈঠকে উপস্থিত থেকে মুখসচিব নির্দেশ দেন ডিসেম্বর মাসের মধ্যে যাতে প্রতিটি স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং শিক্ষা প্রতিষ্ঠানে জলের লাইন পৌঁছে দেওয়া যায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

পাশাপাশি এও জানা গিয়েছে বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার প্রকল্প যথেষ্ট সাফল্য পেয়েছে। এখনো পর্যন্ত ৪৬ লাখের বেশি মানুষের বাড়িতে জল সংযোগ দেওয়া হয়েছে। তবে লক্ষ্যমাত্রা এখনো অনেকটাই দূরে। রাজ্যে ২০২৪ সালের মধ্যে ১ কোটি ৬০ লাখ মানুষের বাড়িতে জলের লাইন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাড়িতে বাড়িতে জল পৌঁছে দেওয়ার নিরিখে রাজ্য এক নম্বর স্থান পেয়েছে। এরপর কেন্দ্রের পক্ষ থেকে ১০০০ কোটি টাকা অনুদান পেলে প্রকল্প যে আরও সাফল্যমন্ডিত হবে তা বলার অপেক্ষা রাখে না।

About Author