কলকাতা থেকে মেদিনীপুর, হটস্পটের অন্তর্গত বাংলার চার জেলা

Advertisement

Advertisement

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দেশের মোট ১৭০ টি জেলাকে করোনা হটস্পট হিসাবে ঘোষণা করেছেন। আর নন-হটস্পট জেলা রয়েছে ২০৭ টি। এর মধ্যে বাংলার কলকাতা সহ ৪ জেলাকে হটস্পটের অন্তর্গত করা হয়েছে। আর সাত জেলাকে ক্লাস্টার হিসেবে চিহ্নিত করা হয়েছে।

Advertisement

যে ৪ জেলাকে হটস্পট হিসাবে চিহ্নিত করা হয়েছে, সেগুলি হল- কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর। আর যে জেলাগুলি ক্লাস্টার হিসাবে চিহ্নিত। সেগুলি হল- হুগলি, জলপাইগুড়ি, কালিম্পঙ, নদীয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও কলকাতা।

Advertisement

Advertisement

রাজ্যে আক্রান্তের সংখ্যা কেন্দ্রের রিপোর্ট অনুযায়ীও ২১৩ জন। কিন্তু রাজ্যের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তের সংখ্যা ১৩২ জন। তবে মৃতের সংখ্যার কোনো পার্থক্য হয়নি। দুই ক্ষেত্রেই মৃতের সংখ্যা ৭।

সবচেয়ে বেশি রয়েছে তামিলনাড়ুর। দক্ষিণের এই রাজ্যের ২২ টি জেলাকে হটস্পট হিসাবে রয়েছে। আর মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সর্বাধিক হলেও ১১ টি জেলাকে রেড জোন হিসাবে চিহ্নিত করা হয়েছে। এদিকে ভারতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৯২ জনের।

Recent Posts