ট্যাক্সি চালকদের জন্য খুশির খবর। রাস্তায় আবারও চলবে ট্যাক্সি। আর লকডাউনের মধ্যেই চলবে। তবে যাত্রী বহনের জন্য নয়, মাল বহনের জন্য ট্যাক্সি ব্যবহার করা হবে। লকডাউনের ফলে গাড়ি পাওয়া যাচ্ছে না, তাই পণ্য পরিবহনের ক্ষেত্রে খুব সমস্যাতে পড়তে হচ্ছে। এবার এই ট্যাক্সির মাধ্যমে দোকানে দোকানে পণ্য পরিবহন করা যাবে। এই ট্যাক্সি ছাড়ের বিষয়টি বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে।
তবে এক্ষেত্রে একটা নম্বর দেওয়া হবে প্রশাসনের তরফ থেকে। সেই নম্বরে যোগাযোগ করলেই ট্যাক্সি মিলবে। এর জন্য থাকবে ট্যাক্সিস্ট্যান্ড। তবে এই ট্যাক্সি নিয়ে ঘুরে বেড়ানো একদম চলবে না। শুধুমাত্র দোকানে এবং বাড়িতে পণ্য পৌঁছে দেবার ক্ষেত্রেই ট্যাক্সি ব্যবহার করা যাবে। এরফলে চালকদের সুবিধা হবে। তাদের কাছে কিছু টাকা আসবে। যা দিয়ে তারা দৈনিক দিনযাপন করতে পারবেন।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowগাড়ির চালকদের বেশিরভাগই লকডাউনের ফলে তাদের নিজেদের দেশে ফিরে গেছেন। এখন যারা রয়েছেন তাদের কিছু টাকা রোজগার হবে। এর সাথে গাড়ির মালিকদের ঘরেও টাকা ঢুকবে। লকডাউনের পর থেকে এই চালকদের আর রোজগার নেই। খুব কষ্টে তাদের দিনযাপন করতে হচ্ছে, সেক্ষেত্রে এই নতুন ঘোষণাতে তারা খুব খুশি হয়েছেন। হাসি ফুটেছে সবার মুখে। ট্যাক্সি চালানোর জন্য আবার প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। যে কজন চালক আছেন তাদের লিস্ট তৈরী করা হচ্ছে বলে জানা গেছে।