Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

West Bengal Government: কালী পূজার আনন্দ হয়ে গেল ডবল, এবার ব্যাংক অ্যাকাউন্ট আসবে ১০০০-১২০০ টাকা করে

বাংলায় এমন অনেক পরিবার আছে যারা প্রতিদিনের খাবার জোগাড় করতে পারেন না প্রতিদিন। সেই খাবারের জন্য তারা রেশনের উপর পুরোপুরি নির্ভর করে থাকেন। সরকার ইতিমধ্যেই তাদের জন্য নতুন নতুন কিছু…

Avatar

বাংলায় এমন অনেক পরিবার আছে যারা প্রতিদিনের খাবার জোগাড় করতে পারেন না প্রতিদিন। সেই খাবারের জন্য তারা রেশনের উপর পুরোপুরি নির্ভর করে থাকেন। সরকার ইতিমধ্যেই তাদের জন্য নতুন নতুন কিছু পরিকল্পনা নিয়ে এসেছে। তবে দীপাবলীর সময় বাড়তি সুবিধা পেতে চলেছেন এই মানুষরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবারে বেশি রেশন পেতে চলেছেন অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মহিলারা। তাদেরকে বিশেষভাবে আর্থিক সহায়তা করা হচ্ছে এর জন্য।

দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজার পর এবারে কালীপুজোর খুশিতে গোটা বাংলা মেতেছে। এই উৎসবের মরশুমে রাজ্যের দরিদ্র মানুষদের পাশে দাঁড়াতে পশ্চিমবঙ্গ সরকার একটা বড়সড় উদ্যোগ গ্রহণ করেছে এবং তাদের খাদ্যের অভাব দূর করতে পশ্চিমবঙ্গ সরকার নিজেরাই উদ্যোগী হয়েছে। এবারে দীপাবলি উপলক্ষে বাড়তি রেশন দেওয়া হচ্ছে এই সমস্ত মানুষদের। পাশাপাশি মহিলাদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

কোন কোন রেশন কার্ডে পাওয়া যাবে এই সুবিধা?

অন্ত্যোদয় রেশন কার্ড (AAY Ration Card)- এই কার্ডের আয়তায় থাকা গ্রাহকরা দীপাবলীর সময় ২১ কেজি চাল, ১৩ কেজি গম এবং ১ কেজি চিনি বিনামূল্যে পাবেন। এছাড়াও ৩০ টাকায় এক কেজি ময়দা দেওয়া হবে।

স্পেশ্যাল প্রায়োরিটি হাউসহোল্ড কার্ড (SPHH I & SPHH II Ration Card)- এই কার্ডের গ্রাহকরা ৩ কেজি চা, ১ কেজি গম বা দু কেজি আটা বিনামূল্যে পাবেন। গমের বদলে চাল নেওয়ার সুযোগ রয়েছে।

রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ড (RKSY I & RKSY II Ration Card)- RKSY I কার্ডের গ্রাহকরা ৫ কেজি চাল এবং RKSY II কার্ডের গ্রাহকরা ২ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে পাবেন।

মহিলাদের জন্য আর্থিক সহায়তা: ১০০০ থেকে ১২০০ টাকা

কালী পূজার পরে রাজ্যের মহিলাদের জন্য আরও একটা বড় খবর আসতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষীর ভান্ডার প্রকল্পের অধীনে নভেম্বর মাসের শুরুতে সাধারণ শ্রেণীর মহিলাদের ব্যাংক একাউন্টে ১০০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলাদের ব্যাংক একাউন্টে ১২০০ টাকা করে দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে করা এই আর্থিক সাহায্য মহিলাদের আরও আত্মনির্ভরশীল এবং দৈনন্দিন জীবনে সাহায্য করবে এটাই আশা করা যায়।

About Author