ইতিমধ্যেই জুন মাস শুরু হয়ে গিয়েছে এবং এই মাসও শুরু হওয়ার সাথে সাথেই পশ্চিমবঙ্গের মহিলারা অপেক্ষা করছেন লক্ষীর ভান্ডারের ১০০০ টাকার জন্য। লোকসভা নির্বাচনকে সামনে রেখে গ্রাহকদের টাকা ট্রান্সফার করতে একটুও দেরি করছে না সরকার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে টাকা ট্রান্সফার। ২ এপ্রিল রবিবার থেকে এই টাকা ট্রান্সফার শুরু করেছে সরকার। আগামী ৭ থেকে ৮ দিনের মধ্যেই সবার ব্যাংক একাউন্টে টাকা চলে যাবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয়েছে, ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশের দিন কয়েক আগেই কিন্তু অনেকের ব্যাংক একাউন্টে টাকা চলে গিয়েছে। যদিও এখনো অনেক উপভোক্তা রয়েছেন যারা এই সুবিধা এখনো পাননি। তাদের ব্যাংক একাউন্টে এখনো পর্যন্ত টাকা যায়নি। তবে খুব একটা বেশি সময় লাগবে না টাকা আসতে।
কবে পাবেন লক্ষীর ভান্ডারের টাকা?
আপনি যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে চান তাহলেই আপনি বুঝতে পারবেন আপনার ব্যাংক একাউন্টে কবে আসবে টাকা। আপনি ব্যাংকের পাসবুক আপডেট করে একাউন্টে লক্ষীর ভান্ডারের টাকা এসে গেছে কিনা সেটা দেখতে পারেন। এছাড়া আপনি স্ট্যাটাস চেক করতে পারেন একটি ওয়েবসাইট থেকেও। এই স্ট্যাটাস চেক করতে হলে আপনাকে নিম্নলিখিত পদ্ধতি অবলম্বন করতে হবে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowপ্রথমে আপনাকে লক্ষীর ভান্ডার প্রকল্পের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপরে আপনার আবেদন আইডি মোবাইল নম্বর আধার নম্বর এবং স্বাস্থ্য সাথী নম্বর লিখতে হবে। এরপর প্রদত্ত ক্যাপচা কোড লিখতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে। এরপরে আপনার লক্ষ্মীর ভান্ডারের মাসিক পেমেন্টের স্ট্যাটাস বিবরণ পেয়ে যাবেন আপনি।