Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বকেয়া মহার্ঘ ভাতা কবে, কত পাবেন? DA নিয়ে সামনে এল বড় আপডেট

রাজ্য সরকার অবশেষে মহার্ঘ ভাতা সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে। এবার আর অপেক্ষা নয়, সরকারি কর্মচারীরা নিজেরাই জানতে পারবেন কত টাকা বকেয়া মহার্ঘ ভাতা (DA) তাঁরা পাবেন এবং কোন…

Avatar

রাজ্য সরকার অবশেষে মহার্ঘ ভাতা সংক্রান্ত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতে চলেছে। এবার আর অপেক্ষা নয়, সরকারি কর্মচারীরা নিজেরাই জানতে পারবেন কত টাকা বকেয়া মহার্ঘ ভাতা (DA) তাঁরা পাবেন এবং কোন সময়কালের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ২৫ শতাংশ বকেয়া DA মেটাতে উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, আর সেই লক্ষ্যে চালু হচ্ছে এক আধুনিক প্রযুক্তিভিত্তিক ব্যবস্থা।

নতুন এই পরিষেবা আনা হচ্ছে Integrated Financial Management System (IFMS)-এ। এই পোর্টালে সরকারি কর্মীরা নিজেদের সার্ভিস সংক্রান্ত তথ্য দিয়ে জানতে পারবেন, কোন সময়ের জন্য কত বকেয়া DA রয়েছে তাঁদের। প্রতিটি কর্মীর নাম, বিভাগ, ও সময়কাল অনুযায়ী হিসাব মিলিয়ে স্বচ্ছ ও নির্ভুল তথ্য প্রদান করবে এই ডিজিটাল প্ল্যাটফর্ম।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

সুপ্রিম কোর্ট কিছুদিন আগে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ মেটাতে হবে। এই নির্দেশ মেনে হিসাবনিকাশ শুরু করেছে রাজ্য অর্থ দফতর। নতুন ব্যবস্থার সাহায্যে কেবল কর্মীরাই নন, প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় রিপোর্ট তৈরি করা সম্ভব হবে দ্রুত এবং নির্ভুলভাবে।

এই পদক্ষেপে স্বচ্ছতা যেমন বাড়বে, তেমনই সরকারি কর্মচারীদের মধ্যে সুনিশ্চিত তথ্য জানার সুযোগও মিলবে। রাজ্যের প্রায় সব দফতরের কর্মীদের এই IFMS পোর্টালের অন্তর্ভুক্ত করা হবে, যাতে প্রতিটি স্তরের কর্মচারী উপকৃত হন।

পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (FAQ)

এই ডিজিটাল সিস্টেম কীভাবে কাজ করবে?
→ IFMS পোর্টালে প্রবেশ করে কর্মীরা তাঁদের সার্ভিস তথ্য দিলেই দেখাতে শুরু করবে নির্দিষ্ট সময়কাল ও কত টাকা বকেয়া রয়েছে।

কে কে এই সুবিধা পাবেন?
→ সমস্ত রাজ্য সরকারি কর্মচারী যাঁদের DA বকেয়া রয়েছে, তাঁরা এই সুবিধার আওতায় থাকবেন।

এই সিস্টেম কবে থেকে চালু হচ্ছে?
→ নির্দিষ্ট তারিখ এখনো জানানো হয়নি, তবে অর্থ দফতরের তরফে প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

সুপ্রিম কোর্টের রায়টি কী বলেছিল?
→ আদালতের নির্দেশ ছিল রাজ্য সরকারকে ২৫ শতাংশ বকেয়া মহার্ঘ ভাতা পরিশোধ করতে হবে।

IFMS-এ রিপোর্ট জেনারেট করে কী লাভ?
→ দ্রুত ও নির্ভুল হিসাব তৈরি হবে যা রাজ্য প্রশাসনকে রিপোর্ট তৈরি ও পরিশোধের পরিকল্পনায় সাহায্য করবে।

About Author