Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA নিয়ে তৎপর নবান্ন, ২৫% বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হবে দু’দফায়?

সোমবার সকাল থেকেই সরকারি মহলে আলোচনার কেন্দ্রবিন্দু — কীভাবে মেটানো হবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা মেটানোর প্রস্তুতিতে কোমর বেঁধে নামছে নবান্ন।…

Avatar

সোমবার সকাল থেকেই সরকারি মহলে আলোচনার কেন্দ্রবিন্দু — কীভাবে মেটানো হবে সরকারি কর্মীদের বকেয়া ডিএ? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া ২৫ শতাংশ মহার্ঘ ভাতা মেটানোর প্রস্তুতিতে কোমর বেঁধে নামছে নবান্ন।

সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ, রাজ্যের সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের অধীনে বকেয়া ২৫ শতাংশ ডিএ জুন মাসের মধ্যেই পরিশোধ করতে হবে। সেই নির্দেশ মাথায় রেখেই এ বার রাজ্য প্রশাসন বড় সিদ্ধান্ত নিতে চলেছে বলে প্রশাসনিক সূত্রে খবর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বিজ্ঞপ্তি এখনও আসেনি, তবে আসছে শীঘ্রই

অথচ এখনও পর্যন্ত নবান্নের তরফে কোনও সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে জানা যাচ্ছে, সময়সীমা শেষ হচ্ছে ২৭ জুন। সেই কারণে চলতি সপ্তাহেই সরকারি ঘোষণা হতে পারে।

কীভাবে পরিশোধ করা হবে ডিএ?

প্রশাসনিক সূত্রের খবর, বকেয়া ডিএ দেওয়া হতে পারে জেনারেল প্রভিডেন্ট ফান্ড (GPF) তহবিলের মাধ্যমে। মূলত কর্মীদের স্যালারি অ্যাকাউন্ট ও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট — এই দুই মাধ্যমেই ভাগ করে দেওয়া হতে পারে বকেয়া ডিএ।

সূত্রের দাবি অনুযায়ী, ২৫ শতাংশ বকেয়া ডিএ-র মধ্যে প্রায় ৮০ শতাংশ কর্মীদের বেতন অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হতে পারে। বাকি ২০ শতাংশ জমা হবে প্রভিডেন্ট ফান্ডে।

পেনশনপ্রাপকদের জন্য আলাদা ব্যবস্থা

যাঁরা পেনশন পান বা ফ্যামিলি পেনশনের আওতায় রয়েছেন, তাঁদের ক্ষেত্রে ডিএ-এর পুরো টাকা দেওয়া হতে পারে সরাসরি পেনশন অ্যাকাউন্টে।

ডিএ পরিশোধে বিপুল খরচ

এই সিদ্ধান্ত কার্যকর করতে রাজ্য সরকারের কোষাগার থেকে প্রায় ১০ হাজার কোটি টাকা খরচ হতে পারে বলে খবর। অর্থ দফতরের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি না এলেও, বিষয়টি নিয়ে ভিতরে ভিতরে পুরোদমে চলছে প্রস্তুতি।

আসছে অ্যাপ, বাড়বে স্বচ্ছতা

ডিএ ও বেতন সংক্রান্ত তথ্য আরও স্বচ্ছ করতে একটি অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে কর্মীরা নিজেদের ডেটা, বকেয়া হিসাব ও আপডেট জানতে পারবেন সহজেই।

আদালতের শুনানি ও রাজ্যের আপত্তি

ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে আগস্ট মাসে। তবে রাজ্য সরকারের তরফে ইতিমধ্যেই একটি মডিফিকেশন পিটিশন দাখিল করা হয়েছে। তাদের যুক্তি, কিছু নির্দিষ্ট নির্দেশ বাস্তবায়নে সমস্যা রয়েছে।

গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

১. রাজ্য সরকার বকেয়া ডিএ কবে মেটাবে?
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে ২৭ জুনের মধ্যেই ডিএ মেটানো বাধ্যতামূলক।

২. কীভাবে দেওয়া হবে ডিএ-এর টাকা?
৮০% বেতন অ্যাকাউন্টে এবং ২০% প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হতে পারে।

৩. পেনশনপ্রাপকেরা কীভাবে পাবেন ডিএ?
তাঁদের পুরো ডিএ-ই পাঠানো হবে পেনশন অ্যাকাউন্টে।

৪. রাজ্য সরকার কত টাকা খরচ করবে এই বাবদ?
এই উদ্যোগে খরচ হতে পারে আনুমানিক ১০ হাজার কোটি টাকা।

৫. সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি কবে?
আগামী আগস্ট মাসে হবে ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি।

About Author