Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোর আগেই বাড়ল বেতন! রাজ্যের এই কর্মীদের এক ধাক্কায় বেতন বাড়ল ৬০০০ টাকা

নির্বাচনের পর পশ্চিমবঙ্গ সরকার রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ত্রাণ উপহার দিয়েছে। ডিএ ৪ শতাংশ বৃদ্ধি কার্যকর করেছে। রাজ্যের অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল…

Avatar

নির্বাচনের পর পশ্চিমবঙ্গ সরকার রাজ্য কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা এবং মহার্ঘ ত্রাণ ত্রাণ উপহার দিয়েছে। ডিএ ৪ শতাংশ বৃদ্ধি কার্যকর করেছে। রাজ্যের অর্থ দফতর একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল যে এর আগে এই সিদ্ধান্ত ১ মে থেকে কার্যকর হতে চলেছে। এবার আরও এক বড় সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুজোর আগে এক ধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল বেতন।

কোন কর্মীদের লক্ষ্মীলাভ?

ডিএ ৪ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ কর্মী, সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়, রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী এবং পেনশনভোগীরা। ২০২৪ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু’বার ডিএ বাড়িয়েছেন। এর আগে জানুয়ারি মাসে ডিএ বাড়িয়েছিল রাজ্য সরকার। এবার বেতন বাড়ানো হল কণ্যাশ্রী এবং রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা চুক্তিভিত্তিক কর্মীদের। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালের ১৬ অক্টোবরের নোটিফিকেশনের অধীনে যে সকল কর্মীরা অন্তর্ভুক্ত নন, তাঁদের এই বেতন বাড়ানো হচ্ছে বলে জানা গিয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্য পাস করিয়েছে

বাংলা সরকার একের পর এক প্রকল্প চালু করে মানুষের মন জয় করেছে। এই প্রকল্প সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কাজে লাগানো হয়েছে একাধিক কর্মী। তাঁদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত ইতিমধ্যেই রাজ্য পাস করিয়েছে বলেও জানা গিয়েছে। কোন কোন কর্মীদের বেতন বাড়তে চলেছে? কণ্যাশ্রী এবং রূপশ্রীর অধীনে চুক্তিভিত্তিক যে সকল কর্মী আইটি ক্ষেত্রে কাজ করেন না, এমন কর্মীদের বেতন বাড়ানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, কণ্যাশ্রী প্রকল্পের অ্যাকাউন্ট্যান্ট, ডেটা ম্যানেজার, এবং অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজার ও রূপশ্রী প্রকল্পের অধীনে থাকা অ্যাকাউন্ট্যান্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

Mamata Banerjee

কার বেতন বাড়ল কতো?

নতুন বেতন কতো? কণ্যাশ্রী প্রকল্পে কাজ করা অ্যাকাউন্ট্যান্টের মাসিক ন্যূনতম বেতন বেড়ে হচ্ছে ২১ হাজার টাকা, আগে তা ছিল ১৫,০০০ টাকা। কণ্যাশ্রী প্রকল্পের অধীনে থাকা ডেটা ম্যানেজারের বেতন বেড়ে ১৬ হাজার টাকা,আগে তা ছিল ১১, ০০০ টাকা। অ্যাকাউন্ট্যান্ট কাম ডেটা ম্যানেজারের বেতন ১২ হাজার টাকা থেকে বেড়ে ১৬ হাজার টাকা।

About Author