নিউজরাজ্য

মোবাইল অ্যাপ বানিয়ে চমক বাংলার ছেলের, করা যাবে ১০০ জনের ভিডিও কনফারেন্স

সে একটি অ্যাপ বানিয়েছে, যার নাম "দৃষ্টি" এই অ্যাপের মাধ্যমে ফ্রিতে ভিডিও কনফারেন্স করা যাবে। আর একসাথে ১০০ জন পর্যন্ত ভিডিও কনফারেন্স করতে পারবেন।

Advertisement
Advertisement

করোনার জেরে লকডাউন চলছে দেশে। বন্ধ রয়েছে বিভিন্ন অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান। তাই এখন অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমেই কাজ চালাতে হচ্ছে। আর জুম অ্যাপ সবচেয়ে বেশি জনপ্রিয়। কিন্তু এবার বাংলার ছেলে অ্যাপ বানিয়ে সবাইকে চমকে দিয়েছে। ঘাটালের এক ছাত্র অর্ণব মোদক এবারই ঘাটালের জলসরা হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। আর সে একটি অ্যাপ বানিয়েছে, যার নাম “দৃষ্টি” এই অ্যাপের মাধ্যমে ফ্রিতে ভিডিও কনফারেন্স করা যাবে। আর একসাথে ১০০ জন পর্যন্ত ভিডিও কনফারেন্স করতে পারবেন।

Advertisement
Advertisement

বৃহস্পতিবারই গুগল সেই অ্যাপের অনুমোদন দিয়ে প্লে-স্টোরে ছেড়েছে। অ্যাপের লিঙ্ক https://play.google.com/store/apps/details?id=com.arnab.dristi মোবাইল অ্যাপের রেটিং সংস্থা ইন্টারন্যাশনাল এজ রেটিং কোয়ালিশন(আইএআরসি) শুরুতেই ওই অ্যাপকে ৩.৫ রেটিং দিয়েছে। এই অ্যাপ ব্যবহারের জন্য কোনো টাকা দিতে লাগবে না। কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। যতক্ষণ ইচ্ছে নিখরচায় ভিডিও কনফারেন্স করা যাবে। আর এই অ্যাপ সম্পূর্ণ নিরাপদ। ডেটা হ্যাক হওয়ার কোনও আশঙ্কা নেই। আর এর সার্ভার থেকে শুরু করে সবকিছুই ভারতীয়। এমনটাই জানিয়েছে অর্ণব।

Advertisement

অর্ণব বলে যে দুটি কারণে সে এই অ্যাপটি তৈরি করেছে। লকডাউনের সময় শিক্ষার্থীদের অনলাইনে পড়াশোনার সুবিধার জন্য। আর নামী একটি ভিডিও কনফারেন্স অ্যাপ নিয়ে তথ্য হ্যাক করার খবর বেরিয়েছে। তাই অনেক মানুষ সেই অ্যাপ ব্যবহার বন্ধ করে দিয়েছেন। তাই মানুষের সুবিধার কথা ভেবে বিকল্প কিছু বানানোর জন্যই তৈরি করা হয়েছে দৃষ্টি। এখন ১০০জন কনফারেন্সে কথা বলতে পারলেও আগামী দিনে সেই সংখ্যা বাড়ানো হবে বলেও সে জানিয়েছে।

Advertisement
Advertisement

অর্ণবের বসবাস ঘাটালের এক প্রত্যন্ত গ্রামে হলেও অ্যাপ ও ওয়েবসাইট নিয়ে সে অনেক দিন ধরেই কাজ করছে। সে নিজেই বলেছে তাঁর পড়াশুনা করতে ওতটা ভালো লাগে না। তাই এই সব সফটওয়ার নিয়ে কাজ করতেই সে ভালোবাসে। কিন্তু অনেক শিক্ষকও তার এই কাজ নিয়ে ব্যঙ্গ করেন। তাই আরও জেদ করে সে এই কাজ করে। অর্ণব পড়াশোনার পাশাপাশি সফ্টওয়্যার নিয়ে কাজ চালিয়ে যেতে চায় বলেও জানিয়েছে। এছাড়া অর্ণবের একটি ইউটিউব চ্যানেল ছিল, কিন্তু পড়াশুনার চাপে সে সেটা ডিলিট করে দেয়। ভবিষ্যতে আরও নতুন কিছু ভালো কাজ করার ইচ্ছে আছে তাঁর। অর্ণবের এই কৃতিত্বে খুশি ঘাটাল।

Advertisement

Related Articles

Back to top button