Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

West Bengal Education Department: ভোটের মুখে বড় সিদ্ধান্ত, এবার শিক্ষক-শিক্ষাকর্মীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেবে রাজ্য সরকার

ভোটের মুখে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দপ্তর। এবারে রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সমস্ত বকেয়া টাকা মিলিয়ে দিতে উদ্যোগী হয়েছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সেই মর্মে বিকাশ ভবন…

Avatar

ভোটের মুখে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দপ্তর। এবারে রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সমস্ত বকেয়া টাকা মিলিয়ে দিতে উদ্যোগী হয়েছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সেই মর্মে বিকাশ ভবন থেকে জেলাগুলিতে চিঠি পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। এই চিঠিতে বলা হয়েছে দ্রুততার সঙ্গে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বকেয়া টাকা মিলিয়ে দিতে হবে। এর জন্য যা ব্যবস্থা নেওয়ার দরকার রয়েছে তা নিতে হবে ওই জেলার আধিকারিকদের। এমনিতেই বেতন ছাড়া অন্যান্য বকেয়া টাকা নিয়ে রাজ্য সরকারি স্কুল গুলির শিক্ষক এবং শিক্ষা কর্মীদের দাবি দাওয়া ছিল দীর্ঘদিন ধরে। এবার সেই সমস্ত দাবি মিটিয়ে দিতে উদ্যোগী হলো রাজ্য সরকার।

কোন কোন ক্ষেত্রে টাকা বকেয়া রয়েছে?

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মূলত কারোর যদি পদোন্নতি অথবা ট্রান্সফার বা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে দেরি হয় সে ক্ষেত্রে কিছু টাকা বকেয়া থেকে যায়। এছাড়াও অনেক সময় এরিয়ার হিসেবে টাকা বকেয়া থেকে যায় বছরের পর বছর ধরে। কারো ক্ষেত্রে ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত টাকা বকেয়া ছিল বলে জানা যাচ্ছে। সেই সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বিকাশ ভবন। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি চিঠি বিকাশ ভবন থেকে জেলার স্কুল ইন্সপেক্টরদের দেওয়া হয়েছে। সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের এরিয়ার বাবদ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইন্সপেক্টরদের। তবে যেসব ক্ষেত্রে টাকা স্যাংশন হওয়ার পর তিন বছর বা বেশি সময় ধরে নেওয়া হয়নি সেগুলিতে আপাতত এই ছাড় দেওয়া হচ্ছে না।

যদিও রাজ্যের শিক্ষক মহলের একাংশ বলছে, পশ্চিমবঙ্গ সরকার এখন পশ্চিমবঙ্গের শিক্ষকদের পাশেই রয়েছে সেই নিয়ে একটা প্রচ্ছন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে তারা। কিন্তু এই সমস্ত করে তারা আসলে শিক্ষকের মন জয় করতে চাইছে। দীর্ঘদিন ধরে এই সমস্ত ইস্যু নিয়ে বহুদিন ধরেই সরব হচ্ছিলেন রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের একাংশ। এমন পরিস্থিতিতে ভোটের মুখে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

About Author