Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

DA Hike: ২৫% DA কারা পাবেন? মুখ্যমন্ত্রীর নির্দেশে তৈরি হচ্ছে তালিকা, জানুন কবে মিলবে বকেয়া

এক যুগের অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল, রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনপ্রাপকরা এবার পেতে চলেছেন তাঁদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance)। সুপ্রিম কোর্টের…

Avatar

এক যুগের অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকার জানিয়ে দিল, রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনপ্রাপকরা এবার পেতে চলেছেন তাঁদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance)। সুপ্রিম কোর্টের নির্দেশে ২৫% ডিএ বকেয়া আগামী ছয় সপ্তাহের মধ্যে পরিশোধ করা হবে—এমনটাই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

২০২৫ সালের ১৬ মে, দেশের সর্বোচ্চ আদালত পশ্চিমবঙ্গ সরকারকে ২৫% ডিএ বকেয়া ছয় সপ্তাহের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এই নির্দেশ মেনেই নড়েচড়ে বসে রাজ্যের অর্থ দফতর। ইতিমধ্যে প্রতিটি দফতরকে বলা হয়েছে, যোগ্য কর্মী ও পেনশনভোগীদের তালিকা দ্রুত পাঠাতে হবে। এই তালিকার ভিত্তিতে পর্যায়ক্রমে টাকা পৌঁছে যাবে প্রাপকদের হাতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

প্রায় ৮ লক্ষ বর্তমান রাজ্য সরকারি কর্মী এই সিদ্ধান্তের সুফল পেতে চলেছেন। এর মধ্যে রয়েছেন ২.৫ লক্ষ দফতরের কর্মী, ৩.৮ লক্ষ শিক্ষক, এবং ১ লক্ষেরও বেশি পঞ্চায়েত, পুরসভা ও অন্যান্য সরকার পোষিত সংস্থার কর্মচারীরা। সেই সঙ্গে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও এই ডিএ পাওনার অন্তর্ভুক্ত থাকবেন।

তবে এই সুবিধা সবার জন্য নয়। যাঁরা ২০০৯ সালের আগে সরকারে যোগ দিয়েছেন, তাঁরাই সম্পূর্ণ অর্থ পাবেন। ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে যোগদানকারীরা আংশিক পরিমাণ পাবেন, আর ২০১৯-এর পরে যারা নিয়োগ পেয়েছেন, তাঁদের জন্য থাকছে না এই সুবিধা। উল্লেখযোগ্যভাবে, ২০১৬ সালের এসএসসি প্যানেলের মাধ্যমে যাঁরা নিয়োগ পেয়েছিলেন এবং যাঁদের নিয়োগপত্র পরে সুপ্রিম কোর্ট খারিজ করেছে—তাঁদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না এই প্রকল্পে।

রাজ্য সরকারের এই পদক্ষেপ নিঃসন্দেহে বহু কর্মচারীর মুখে হাসি ফোটাবে। যদিও এই অর্থ প্রাপ্তি নিয়ে এখনও কিছুটা জল্পনা রয়েছে, তবে সুপ্রিম কোর্টের নির্দেশের পর প্রশাসনের পদক্ষেপ যে ত্বরান্বিত হয়েছে, তা বলাই বাহুল্য।

About Author