Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BREAKING: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯, আজ নতুন আক্রান্ত ৮ জন: মুখ্যমন্ত্রী

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ ও মৃত্যু হয়েছে ৫ জনের। আজ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। মুখ্যমন্ত্রী আজ এই বৈঠকে ভিডিও…

Avatar

মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেছেন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬৯ ও মৃত্যু হয়েছে ৫ জনের। আজ রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। মুখ্যমন্ত্রী আজ এই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সাথে আলোচনা করেছেন।এছাড়া তিনি জানিয়েছেন যে আগামীকাল থেকে রাজ্যে নিয়ম মেনে ফুল বাজার চালু করা হবে। ফুলের গাড়িগুলিকে ছাড় দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। মূলত শ্রমিকরা ‘খুব কষ্টের মধ্যে আছেন’ বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বৈঠকে তিনি বলেছেন যে সাত এলাকা স্পর্শকাতর বলে ঘোষণা করা হয়েছে। এই সাত এলাকার উপর বেশি নজরদারি চালানো হবে।এছাড়া আজ বামসংগঠনের সাথেও তিনি বৈঠক করেছেন। বামসংগঠন সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তিনি বারবার বলছেন এই পরিস্থিতিতে রাজনীতি করতে না। অনেকদল রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেছেন।
About Author