Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

BREAKING: করোনাতে মৃত্যু বেলঘরিয়ার বাসিন্দার, রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ৬

রাজ্যে করোনাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যায় ও। রাজ্যে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। আজ মারা গেছেন বেলঘরিয়ার এক ৫৭ বছর বয়সী ব্যক্তি। তিনি বেশ কয়েকদিন…

Avatar

রাজ্যে করোনাতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সঙ্গে বাড়ছে মৃতের সংখ্যায় ও। রাজ্যে করোনাতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। আজ মারা গেছেন বেলঘরিয়ার এক ৫৭ বছর বয়সী ব্যক্তি। তিনি বেশ কয়েকদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২৩ মার্চ থেকে তিনি অসুস্থ ছিলেন। সোমবার তাঁর করোনা পরীক্ষা করা হয়, মঙ্গলবারই মৃত ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তাঁর পরিবারকে কোয়ারেন্টাইন পাঠানো হয়েছে।

সূত্রের খবর, সেই মৃত ব্যক্তির বিদেশে যাবার কোনো সূত্র নেই। তিনি বেলঘরিয়ার রথতলাতে একটি ফাস্টফুডের দোকান চালাতেন। কিভাবে তিনি সংক্রমিত হলেন, সেই বিষয় এখনও স্পষ্ঠ হয়নি। তবে খোঁজ নিয়ে জানা গেছে যে তাঁর বাড়ির এক আত্মীয় সম্প্রতি মুম্বাই থেকে ফিরেছিলেন। সেখান থেকেই সংক্রমণ ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন।মৃত ব্যক্তির কিডনিতে সমস্যা ছিল। তিনি ডায়ালিসিস করতে যেতেন হাসপাতালে। সেখানে গিয়েই তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল থেকেও সংক্রমণ ছড়াতে পারে বলে প্রশাসন মনে করছেন। এদিকে রাজ্যে আক্রান্তের সংখ্যাও বাড়ছে। রাজ্যে আপাতত ৩৭ জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। যার মধ্যে ৬ জন মারা গেছেন। বহু মানুষকে কোয়ারেন্টাইন রাখা হয়েছে। প্রসঙ্গত, রাজ্যের প্রথম আক্রান্ত আমলা পুত্র এখন সুস্থ আছেন বলে জানা গেছে।
About Author