Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বেহাল পরিস্থিতিতে ২ নম্বর জাতীয় সড়ক, প্রানের ঝুঁকি নিয়ে যাতায়াত সাধারণ মানুষের

পশ্চিমবঙ্গ: বর্ষা এলেই রাস্তার ছোটো বড় গর্তে নাজেহাল হয়ে ওঠেন সাধারণ মানুষ । রাস্তার জমা জল আর বিশাল গর্ত ঠেলে গন্তব্যে পৌঁছানো দুর্বিষহ হয়ে ওঠে প্রত্যেকের। আর ঠিক এরকমই সমস্যার…

Avatar

পশ্চিমবঙ্গ: বর্ষা এলেই রাস্তার ছোটো বড় গর্তে নাজেহাল হয়ে ওঠেন সাধারণ মানুষ । রাস্তার জমা জল আর বিশাল গর্ত ঠেলে গন্তব্যে পৌঁছানো দুর্বিষহ হয়ে ওঠে প্রত্যেকের। আর ঠিক এরকমই সমস্যার সম্মুখীন হচ্ছেন ২ নম্বর জাতীয় সড়ক ব্যবহারকারীরা। বর্ধমান থেকে ডানকুনি যাওয়ার পথের দুদিকেই  রয়েছে একাধিক ছোট বড় গর্ত। আর এই গর্তের কবলে পড়ে চিন্তার মুখে পড়েছেন রাস্তা ব্যবহারকারীরা।

কারণ, নিত্যদিনই বাড়ছে দুর্ঘটনা, প্রাণ হারাচ্ছেন একাধিক মানুষ। কিন্তু দিনের পর দিন এই ঘটনায় হেলদোল নেই কারোর। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ গাড়ি যাতায়াত করে। কিন্তু রাস্তার এই খারাপ দশায় সাধারণ মানুষরা যে রোজ কতখানি হয়রানির শিকার হচ্ছেন সেই ভেবে দেখারও সময় নেই প্রশাসনের। ডানকুনি, সিঙ্গুর, গুড়াপের মতো জায়গায় রাস্তার দু ধারে দেখা দিয়েছে বড় বড় গর্ত। আর তারমধ্যে দিয়েই যাচ্ছে বড় বড় লড়ি, গাড়ি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দাদপুর থানা, সিঙ্গুর থানা, চন্ডীতলা থানা ও ডানকুনি থানা এলাকায় এক কিলোমিটার অন্তর রয়েছে রাস্তায় গর্ত। রাস্তার খারাপ অবস্থার কথা নিজের মুখেই স্বীকার করেছেন জাতীয় সড়ক কর্তৃপক্ষ। সংস্থার প্রজেক্ট ডিরেক্টর এদিন জানান রাস্তার কাজ খুব শিগগিরিই শুরু হবে।

About Author