Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জিয়াগঞ্জ কাণ্ডে মমতার কাছে অপরাধীদের কঠোর শাস্তির আবেদন ওয়েইসির!

নবমীতে এক নারকীয় ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। নবমীর রাতে খুন হন স্কুল শিক্ষক বন্ধুগোপাল পাল (৩৫), তাঁর গর্ভবতী স্ত্রী বিউটি ও ৬ বছরের ছেলে। দশমীর দিন বেলা ১২টা নাগাদ…

Avatar

নবমীতে এক নারকীয় ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। নবমীর রাতে খুন হন স্কুল শিক্ষক বন্ধুগোপাল পাল (৩৫), তাঁর গর্ভবতী স্ত্রী বিউটি ও ৬ বছরের ছেলে। দশমীর দিন বেলা ১২টা নাগাদ বাড়ি থেকে উদ্ধার হয় তিন জনের মৃত দেহ। ঘটনাটি ঘটে জিয়াগঞ্জ থানার কানাইগঞ্জ লেবুবাগান এলাকায়। এই হত্যাকাণ্ডে অপরাধীদের কঠোর সাজা নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আবেদন জানিয়ে টুইট করেন AIMIM নেতা আসাদউদ্দিন ওয়েইসি।

বৃহস্পতিবার এক টুইটে ওয়েইসি লেখেন, “এটি অপরিহার্য যে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিত করেন যে এই ভয়াবহ অপরাধের জন্য অপরাধীরা যেন কঠোরতম সাজা পায়। আমরা সর্বদা RSS-এর মতাদর্শ ও কর্মকাণ্ডের বিরোধিতা করব, তবে এ জাতীয় বর্বর সহিংসতার জন্য এটি কখনই ভিত্তি হতে পারে না। আইনের বিধি উপেক্ষা করা যায় না।”

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author