নিউজদেশ

Weather updates: আর মাত্র কয়েক ঘন্টা! তারপর এই প্রবল ঝড় বৃষ্টি হবে ভারতের এইসব রাজ্যগুলিতে, সতর্ক করে দিল হাওয়া অফিস

মৌসম বিভাগ জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত হরিয়ানা এবং আশেপাশের এলাকায় বিরাজ করছে এবং অন্যটি রয়েছে দক্ষিণ-পশ্চিম রাজস্থানের উপরে

×
Advertisement

ভারতের বেশকিছু রাজ্যে আগামী ২৪ ঘণ্টা প্রবল ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া অফিস। কিছু কিছু রাজ্যে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তর প্রদেশসহ উত্তর ভারতের বেশ কিছু রাজ্যে বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২৩ শে মার্চ থেকে আবহাওয়ার আরো অবনতি হবে বলেই জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া বিভাগ।

Advertisements
Advertisement

ভারতের মৌসম বিভাগের রিপোর্ট অনুযায়ী, এই মুহূর্তে একটি ঘূর্ণিঝড় হরিয়ানা এবং তার আশেপাশের এলাকায় সক্রিয় হতে শুরু করেছে এবং অন্য ঘূর্ণিঝড়টি দক্ষিণ-পশ্চিম রাজস্থানের উপরে সক্রিয় হতে শুরু করেছে। গত ২৪ ঘন্টায় উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়ে গিয়েছে এই দুই ঘূর্ণাবর্ত্যের কারণে। এছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং অরুণাচল প্রদেশে হালকা থেকে মাঝারি তুষারপাতও হয়েছে এর কারণে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ২৩ শে মার্চ থেকে ২৫ শে মার্চ পর্যন্ত উত্তর-পশ্চিম ভারতে আরেকটি শক্তিশালী ঝড়ের সৃষ্টি হতে পারে। তার সাথেই ব্যাপক শিলাবৃষ্টি হবার সম্ভাবনা আছে বলেও জানিয়েছে আইএমডি।

Advertisements

আগামী ২৪ ঘণ্টার মধ্যে পাঞ্জাব, রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, ছত্রিশগড়, তেলেঙ্গানা এবং গুজরাটের কিছু অংশে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রপাত এবং শিলাবৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। উত্তর-পূর্ব ভারত, ওড়িশা কিছু অংশ, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ এবং উত্তরপ্রদেশের কিছুই এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে জম্মু-কাশ্মীরের লাদাখ, সিকিম এবং অরুণাচল প্রদেশে। উপকূলীয় অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে মাঝারি বৃষ্টি হবার সম্ভাবনা আছে। ২৪ শে মার্চ পর্যন্ত এই রাজ্যগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সারা দেশে কিছুটা হলেও শীতের আমেজ বিরাজ করছে এই জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে।

Advertisements
Advertisement

Related Articles

Back to top button