Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather Updates: সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস, আগামী কয়েক দিন বাংলার আবহাওয়া কেমন থাকবে?

এই সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে তাপপ্রবাহ থাকবে আবার অন্যদিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির…

Avatar

এই সপ্তাহ জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে তাপপ্রবাহ থাকবে আবার অন্যদিকে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার পর্যন্ত রাজ্যে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সতর্কতা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। ইতিমধ্যেই বিহার থেকে উড়িষ্যা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয়বাষ্প বাংলায় ঢুকতে চলেছে। এর প্রভাবে একটি বজ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং ঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তক বিরাজ করছে এই মুহূর্তে। দক্ষিণবঙ্গে শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে আজ মঙ্গলবার এবং আগামীকাল বুধবার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে দিনের বেলায় গরম বাড়বে এবং থাকবে আর্দ্রতা জনিত অস্বস্তি। অন্যদিকে বিকেল বা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুতসহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। মঙ্গলবার তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। আগামীকাল বুধবার তাপপ্রবাহের সতর্কবার্তা পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলাতে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সাথে সাথেই ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে দমকা ঝোড়ো হওয়া এবং বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মঙ্গলবার উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি ও হালকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার সাথে সাথেই ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। সাথেই থাকবে বজ্রপাতের আশঙ্কা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে। বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে নদীয়া মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায়।

About Author