Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather Update West Bengal: উত্তর ও দক্ষিণবঙ্গের এই জেলাতে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, রইলো আগামী ৫ দিনের আবহাওয়া আপডেট

নতুন বছর শুরু হওয়ার পর বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। সময় এসেছে মকর সংক্রান্তির। গঙ্গাসাগরে পুণ্যস্নানে মেতে উঠেছেন পূর্ণার্থীরা। তবে এবারের গঙ্গাসাগরে রয়েছে এক ব্যতিক্রম। ভেঙেছে ৫১ বছরের রেকর্ড। এই মকর…

Avatar

নতুন বছর শুরু হওয়ার পর বেশ কিছুদিন অতিবাহিত হয়েছে। সময় এসেছে মকর সংক্রান্তির। গঙ্গাসাগরে পুণ্যস্নানে মেতে উঠেছেন পূর্ণার্থীরা। তবে এবারের গঙ্গাসাগরে রয়েছে এক ব্যতিক্রম। ভেঙেছে ৫১ বছরের রেকর্ড। এই মকর সংক্রান্তির সময়ে ব্যাপক ঠান্ডায় কাঁপে শহর। তবে এবার গরমের আমেজেই চলছে পুণ্যস্নান। ২০১০-এর পরে এত গরমে মকর সংক্রান্তি পালিত হচ্ছে ৷ শনি-রবিবার রাজ্যের তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। রাজ্যজুড়ে সর্বোচ্চ তাপমাত্রা ২০ ডিগ্রির বেশি এবং সর্বনিম্ন ৫ ডিগ্রির কাছাকাছি।

কলকাতা শহরে গত শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় অনেকটাই বেশি ছিল বলে জানিয়েছে হাওয়া অফিস। কলকাতায় আগামী ২৪ ঘণ্টায় কুয়াশা থাকলেও পরের দিকে আকাশ হবে পরিষ্কার। এছাড়া শহরে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ২৭ ও ১৮ ডিগ্রির কাছাকাছি। এর থেকে এটা স্পষ্ট যে চলতি বছরে আর জাঁকিয়ে শীত পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। আসলে বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয়ের ফলে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে ৷ আর সেই কারণেই কলকাতা ও পাশ্ববর্তী এলাকার তাপমাত্রা বেড়ে গিয়েছে ৷

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশা দেখা যাবে মাসের শেষে। এছাড়া ১৭-১৮ জানুয়ারি ২০২৩ এ উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় অঞ্চলগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগরেও ঘন কুয়াশার সাথে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে। অন্যদিকে উত্তরবঙ্গে আগামী ৫ দিন প্রধানত শুষ্ক থাকবে। দার্জিলিং-কালিম্পঙের পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে ৷ সব মিলিয়ে উত্তরবঙ্গের তাপমাত্রার খুব একটা হেরফের হবে না৷

About Author