Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather update: রাজ্যের একটি জেলায় তাপমাত্রার পারদ ছাড়ালো ৪৪, ১৪ টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি, রেকর্ড গরমে হাঁসফাঁস বাংলা

গরমে রীতিমতো হাসফাস অবস্থা বাংলার। এক ধাক্কায় ৪৪ ডিগ্রী ছাড়িয়ে গেল বাঁকুড়ার তাপমাত্রা। আর স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি রয়েছে মালদহে। চরম তাপপ্রবাহের সর্তকতা গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আরো…

Avatar

গরমে রীতিমতো হাসফাস অবস্থা বাংলার। এক ধাক্কায় ৪৪ ডিগ্রী ছাড়িয়ে গেল বাঁকুড়ার তাপমাত্রা। আর স্বাভাবিকের তুলনায় ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি রয়েছে মালদহে। চরম তাপপ্রবাহের সর্তকতা গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে আরো একদিন তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিকালের সর্বোচ্চ তাপমাত্রার পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের একমাত্র বাঁকুড়া জেলার তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস এর উপরে রয়েছে। এছাড়া রাজ্যের ছ’টি জেলায় ৪৩ ডিগ্রি ছুঁয়েছে পারদ। রাজ্যের ১৪ টি জেলায় ৪০ ডিগ্রী বা তার উপরে রয়েছে তাপমাত্রা। মোটামুটি আগামী শুক্রবার পর্যন্ত এরকমই অবস্থা থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। শনি এবং রবিবার দক্ষিণবঙ্গে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে আশ্বাস দিচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

কলকাতার আলিপুরে এই মুহূর্তে ৩৮.৬° সেলসিয়াস রয়েছে তাপমাত্রা। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি সেলসিয়াস বেশি রয়েছে তাপমাত্রা। অন্যদিকে সল্টলেকে ৩৯° সেলসিয়াস রয়েছে তাপমাত্রা যা স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। ব্যারাকপুরে তাপমাত্রা রয়েছে ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস। দমদমে ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বসিরহাটে তাপমাত্রা ৩৭.৫° সেলসিয়াস। হাওড়ার উলুবেরিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এর সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এই জেলার ডায়মন্ড হারবারে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৫ ডিগ্রী সেলসিয়াস। প্রতিটি তাপমাত্রাই স্বাভাবিকের থেকে তিন থেকে চার ডিগ্রি বেশি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর শহরের সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল এই জেলার কলাইকুন্ডায় তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। পাশের জেলা পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস এবং এই জেলার সমুদ্র সৈকত দিঘায় তাপমাত্রা ছিল ৩৫.৭ ডিগ্রি সেলসিয়াস। নদীয়ার কৃষ্ণনগরে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৮° সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা ৪.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি।

পশ্চিমের জেলাগুলিতে ইতিমধ্যেই ৪০ পেরিয়েছে তাপমাত্রা। বাঁকুড়া জেলায় মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি সেলসিয়াস। বীরভূমের শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ৬.২ ডিগ্রি বেশি। হুগলি জেলার মগরাতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৫° সেলসিয়াস। পূর্ব বর্ধমানের বর্ধমান শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬° সেলসিয়াস। দক্ষিণবঙ্গের বহরমপুরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস। ঝাড়গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৫° সেলসিয়াস। পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ৪৩.১ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে গরম পড়েছে উত্তরবঙ্গে। দার্জিলিঙের তাপমাত্রা প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মালদহের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। এমনকি উত্তরবঙ্গের বাগডোগরাতে তাপমাত্রা ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তাই সব মিলিয়ে গোটা বাংলাতেই তাপমাত্রা মোটামুটি চল্লিশের কাছাকাছি বা চল্লিশের বেশি বলা যেতে পারে।

About Author