Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

প্রবল ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত একাধিক রাজ্যে, রইল Weather Update

আবহাওয়ার খামখেয়ালিপনায় একাধিক রাজ্যে আরো একবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আইএমডি ওয়েদার আপডেট অনুসারে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ এবং এর আশেপাশের বেশ কয়েকটি রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা বিরাজ করছে। এর প্রভাবে কারণে ছত্রিশগড়,…

Avatar

আবহাওয়ার খামখেয়ালিপনায় একাধিক রাজ্যে আরো একবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। আইএমডি ওয়েদার আপডেট অনুসারে উত্তর-পশ্চিম মধ্য প্রদেশ এবং এর আশেপাশের বেশ কয়েকটি রাজ্যে পশ্চিমী ঝঞ্ঝা বিরাজ করছে। এর প্রভাবে কারণে ছত্রিশগড়, ঝাড়খন্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, হিমালয়ের পাদদেশ সংলগ্ন অঞ্চল, সিকিম এবং অরুণাচল প্রদেশে ১১ মার্চ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বেশ কিছু জায়গায় আজ অর্থাৎ শুক্রবার শক্তিশালী বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার একটি নতুন পশ্চিমী ঝঞ্ঝা ১২ থেকে ১৪ই মার্চের মধ্যে পশ্চিম হিমালয় থেকে কার্যকরী হবে। এর ফলপ্রসু পশ্চিম হিমালয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রপাতসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।

কলকাতা আগামী ৪৮ ঘণ্টা আংশিক মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টি তেমন কোন সম্ভাবনা নেই এই মুহূর্তে। জলীয়বাষ্প খুব বেশি না থাকায় শুকনো গরম অনুভূত হবার সম্ভাবনা রয়েছে। অ্যাকুওয়েদারের ওয়েদার আপডেট অনুসারে আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সকাল থেকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা আকাশ বিরাজ করবে। এর ফলে কলকাতা এবং সংলগ্ন এলাকার তাপমাত্রা কিছুটা হলেও কম থাকছে আজ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে মূলত মেঘলা আকাশ থাকবে। কোথাও কোথাও আবার বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রবল ভাবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ঝাড়খন্ডে দমকা হাওয়া এবং উড়িষ্যায় ঘূর্ণাবর্ত থাকার সম্ভাবনা রয়েছে। ওড়িশা সংলগ্ন বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে। বৃহস্পতিবার এবং শুক্রবার এই রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আইএমডি। বিক্ষিপ্তভাবে রবিবার পর্যন্ত বিভিন্ন জেলায় বৃষ্টির স্পেল চলতে পারে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান ঝারগ্রাম পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হতে পারে এই ঘূর্ণাবর্তের প্রভাবে। উত্তরবঙ্গে আপাতত শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর শনিবার থেকে বিরাজ করবে শুষ্ক আবহাওয়া। সিকিম এবং অরুণাচল প্রদেশে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গের বিহার সংলগ্ন জেলাগুলিতে তাপমাত্রার সামান্য পরিবর্তন হতে পারে। কারণ আগামী দু দিন বিহারের তাপমাত্রা বেশ কিছুটা কমবে বলেই জানাচ্ছে আইএমডি।

About Author