Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

পুজোতেও শান্তি নেই, সপ্তমী-অষ্টমীতে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের

কলকাতা: আজ, শুক্রবার মহাসপ্তমী। গতকাল, বৃহস্পতিবার করোনা পরিস্থিতির মধ্যেই মহাষষ্ঠীর শুভক্ষণে মায়ের বোধন হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে এবারে মা এসেছেন। তাই একটু অন্যরকমভাবে মাকে এ বছর আরও বেশি করে…

Avatar

কলকাতা: আজ, শুক্রবার মহাসপ্তমী। গতকাল, বৃহস্পতিবার করোনা পরিস্থিতির মধ্যেই মহাষষ্ঠীর শুভক্ষণে মায়ের বোধন হয়ে গিয়েছে। করোনা পরিস্থিতির মধ্যে এবারে মা এসেছেন। তাই একটু অন্যরকমভাবে মাকে এ বছর আরও বেশি করে আরাধনা করার পালা। আনন্দ উৎসবের থেকেও আরাধনাটাই এবারে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু পুজোতেও রাজ্যবাসীর শান্তি নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অন্তত এমনটাই জানান দিচ্ছে। মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হযেছে। যার ফলে সপ্তমী-অষ্টমী ব্যাপক ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। হালকা ঝোড়ো হাওয়ায় লণ্ডভণ্ডও হতে পারে মণ্ডপ।

আজ থেকেই পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৭ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। ফলে পূর্ব মেদিনীপুর ও দুই ২৪ পরগনায় ক্ষতির আশঙ্কা রয়েছে। আজ এবং আগামিকাল ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া ও হুগলিতে। সর্বোচ্চ ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ইতিমধ্যেই আজ, সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ। কখনও কখনও কয়েক পশলা বৃষ্টির দেখাও মিলছে। বইছে ঠান্ডা হাওয়াও। সব মিলিয়ে অকাল বর্ষণে পুজো কাটাতে হচ্ছে রাজ্যবাসীকে, এমনটা বলাই যায়।

About Author