Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

নতুন বছরে এই প্রথম তাপমাত্রা ঊর্ধ্বমুখী, কিছুটা বাধাপ্রাপ্ত শীত

কলকাতা: নতুন বছরে এই প্রথম বার ঊর্ধ্বগামী তাপমাত্রার পারদ। আজ, সোমবার (Monday) শহর কলকাতা (Kolkata) সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২৭ এবং ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। আলিপুর…

Avatar

কলকাতা: নতুন বছরে এই প্রথম বার ঊর্ধ্বগামী তাপমাত্রার পারদ। আজ, সোমবার (Monday) শহর কলকাতা (Kolkata) সহ সংলগ্ন এলাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২৭ এবং ১৪ ডিগ্রির আশেপাশে থাকবে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office) জানাচ্ছে এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। এদিনও সকালের দিকে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিস্কার হয়ে যাবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

গতে বেশ কয়েকদিন ধরে লাগাতার কনকনে ঠাণ্ডার পর এই সপ্তাহে তাপমাত্রার পারদ ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। যার ফলে রাতে ও সকালের দিকে ঠাণ্ডা অনুভূত হলেও দিনের মাঝামাঝি সময় সেভাবে শীতকে পাওয়া যাবে না। সেক্ষেত্রে হাওয়া অফিসের পূর্বাভাসকে সত্যি করেই পারদের ঊর্ধ্বগতি। নতুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে। পাশাপাশি বাংলাদেশের ঢাকা রাজশাহী এবং চট্টগ্রামেও একই ধরনের আবহাওয়া থাকবে বলে খবর।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে আবহাওয়াবিদদের পূর্বাভাস মতো ইতিমধ্য়েই বৃষ্টিতে ভিজেছে দিল্লি ও সংলগ্ন এলাকা। পাশাপাশি বেশকিছু দিন টানা হাড় কাঁপানো ঠাণ্ডার পর রবিবার কয়েক ডিগ্রি বাড়ে রাজধানীর তাপমাত্রা। আজও সেই ধারা অব্যাহত। একনজর দেখে নেওয়া যাক দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরের তাপমাত্রার গ্রাফ। আবহাওয়া দফতর জানাচ্ছে এদিন, দিল্লির তাপমাত্রা ১৪ ডিগ্রি, পুনেতে ১৮.৮ ডিগ্রি, আহমেদাবাদে ১৪.২ ডিগ্রি, হায়দরাবাদে ১৮ ডিগ্রি, চেন্নাইতে ২২.৮ ডিগ্রি, বেঙ্গালুরুতে ১৯.৮ ডিগ্রি এবং মুম্বইতে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস।

About Author