Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

বছর শেষে ঠাণ্ডায় কাঁপছে রাজ্য তিন জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা

কলকাতা: আর মাত্র কয়েকটা দিন। তার পরেই ২০২০ কে বিদায় জানানোর পালা। ডিসেম্বর মাসের এই শেষ সপ্তাহে রাজ্যে রয়েছে জাঁকিয়ে ঠান্ডার আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে…

Avatar

কলকাতা: আর মাত্র কয়েকটা দিন। তার পরেই ২০২০ কে বিদায় জানানোর পালা। ডিসেম্বর মাসের এই শেষ সপ্তাহে রাজ্যে রয়েছে জাঁকিয়ে ঠান্ডার আমেজ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এখন ১২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকে। রাজ্যে এই ঠান্ডার মধ্যেও রয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। ৩ জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।

রাজ্যে ক্রমশ বাড়ছে ঠান্ডার দাপট। আগামী কয়েকদিন আবহাওয়া এমনটাই থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। সেইসঙ্গে উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। পূর্ব বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে। গতকাল বেশ কিছু এলাকার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। কাঁথিতে ছিল ৯.৮ ডিগ্রি, বহরমপুরে ৯.২ ডিগ্রি, আসানসোল ৯.৫, ব্যারাকপুরে ৯.৮, কালিম্পংয়ে ৭ এবং দার্জিলিংয়ে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী কয়েকদিন বাতাসে শুষ্ক ভাব বজায় থাকবে। সেইসঙ্গে আকাশ পরিস্কারও থাকবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

ডিসেম্বরের প্রথম সপ্তাহে তাপমাত্রা ছিল ১৫ থেকে ২০ ডিগ্রির মধ্যে। ভোরের দিকে ঠান্ডা, আর বেলা বাড়তেই সেই ঠান্ডা উধাও। কার্যত ডিসেম্বরের প্রথম দুটো সপ্তাহ ধরে এমনটাই চলছি বাংলার আবহাওয়া। কিন্তু তৃতীয় সপ্তাহের মাঝামাঝি সময়ে এসে একধাক্কায় পারদ অনেকটা নিম্নমুখী হয়। তাপমাত্রা নামে ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে। মূলত পশ্চিমী ঝঞ্জা ও বঙ্গোপসাগরের উপর একের পর এক ঘূর্ণাবর্ত। তার জেরে বাংলার শীত প্রবেশ বাধা হয়ে যায়। কিন্তু পরিস্থিতি কেটে যাওয়ায় শীত প্রবেশে আর কোনও বাধা আসেনি। ফলে ডিসেম্বরের তৃতীয় সপ্তাহ থেকে শীতের আমেজ চুটিয়ে উপভোগ করছেন বঙ্গবাসী।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন তাপমাত্রার গতিপ্রকৃতি এমনটাই থাকবে। বছরশেষে তাই শীতের আমেজ বঙ্গবাসীর জন্য কোনও খামতি থাকছে না। তাপমাত্রা নামায় ৩ জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতাও রয়েছে। সেইসঙ্গে দেশের উত্তরের রাজ্যগুলিতেও নিম্নমুখী পারদ। সেখানে এখন কনকনে ঠান্ডার পরিবেশেই থাকতে হচ্ছে সকলকে।

About Author