রাজ্যে সঠিক সময়ে বর্ষা এলেও এখনও পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গের জেলা গুলিতে। বৃষ্টির পরিবর্তে বাতাসের অতিরিক্ত আদ্রতার জন্য অদ্রতাজনিত অস্বস্তিতে ভুগেছে দক্ষিণবঙ্গের মানুষ। এদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে অতিবৃষ্টির ফলে বন্যা, ধ্বসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ বিকেলের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঝড় বৃষ্টি হতে পারে। কলকাতা, দুই ২৪ পরগণা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর সহ একাধিক জেলায় আজ বিকেলের পর ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দক্ষিণবঙ্গে কম বৃষ্টি হলেও, প্রবল বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের জেলা গুলিতে। আবহাওয়া দপ্তর আগামী ৪৮ ঘণ্টায় প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এই ৫ জেলায় প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে। আগামী সোমবার পর্যন্ত টানা বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপর ধীরে ধীরে বৃষ্টি কমবে উত্তরবঙ্গে। আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই উত্তরবঙ্গের জেলা গুলিকে সতর্ক করেছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআগামী কয়েকদিন কলকাতায় আংশিক মেঘলা আকাশ থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে কলকাতা এবং আশেপাশের এলাকায়। কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের নদীয়া, বাঁকুড়া, বীরভূমে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। গতকাল বিকেলে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.১ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে মাত্র ৫.৮ মিলিমিটার।