Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather update: গরম এখনো থাকলেও এই জেলায় রয়েছে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা, কোন কোন জেলা পুড়বে, আর ভিজবেই বা কোন কোন জেলা?

ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলায় তাপপ্রবাহ চলছে একনাগাড়ে। শনিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে তাপু প্রবাহের মাঝেই রবিবার দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে বলে…

Avatar

ইতিমধ্যেই প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের জেলায় তাপপ্রবাহ চলছে একনাগাড়ে। শনিবার পর্যন্ত রাজ্যে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। তবে তাপু প্রবাহের মাঝেই রবিবার দক্ষিণবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। রবিবার এবং সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা থাকলেও, অল্প বিস্তর আবহাওয়া পরিবর্তন হতে পারে শুক্রবার বিকেল থেকে। ইতিমধ্যেই শুক্রবার বিকেলে এক পশলা বৃষ্টিতে ভিজেছে কলকাতা এবং দক্ষিণ বঙ্গ। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় তাপপ্রবাহের সর্তকতা রয়েছে বটে। তবে কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি চরম হয়ে উঠবে এই জেলায়।

শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা পূর্ব মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রবিবার বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ হাওড়া হুগলি বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। সোমবার থেকে তাপপ্রবাহের পরিস্থিতি কমে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি ইতিমধ্যেই শুরু হয়েছে দার্জিলিং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। শনিবার থেকে বৃষ্টি বাড়তে পারে এই জেলাগুলিতেও।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচটি জেলায় বৃষ্টির পরিমাণ সামান্য বৃদ্ধি পাবে। আগামী কয়েক দিন খুব হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে। রবিবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের এবং সিকিমের বেশ কিছু এলাকায় ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় তাপপ্রবাহের সর্তকতা রয়েছে। শিলিগুড়ি এবং বাগডোগরাতে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে শনিবার পর্যন্ত।

About Author