Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

জোড়া নিম্নচাপ, আগামী ৪৮ ঘণ্টা বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবার তার ওপর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যার জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে ওড়িশা, বিহার, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের…

Avatar

কলকাতা: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ। আবার তার ওপর বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে একটি ঘূর্ণাবর্ত যার জেরে ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। এর ফলে ওড়িশা, বিহার, ঝাড়খন্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় আগামী তিন-চার দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। এমনকি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা পূর্ব বিহার পর্যন্ত বিস্তৃত হয়েছে। যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি বাড়বে ওড়িশা, বিহার, ছত্রিশগড়েও। এর ফলে আগামী দু’দিন ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

যদিও উত্তরবঙ্গে তেমন কোনও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। বিক্ষিপ্তভাবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে। সব মিলিয়ে পুজোর আগে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ ভাসতে চলেছে, এমনটা বলাই যায়।

About Author