আগামী ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে কালবৈশাখী সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা, যেমন-দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ,নদীয়ায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সাথে বইতে পারে ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া। উপকূলীয় অঞ্চলগুলিতে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলেই জানা গেছে। এইরূপ পরিস্থিতি থাকবে আগামী মঙ্গলবার পর্যন্ত।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
দক্ষিণবঙ্গ ছাড়াও আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে দেখা যাবে একই ছবি। দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিম্পং সহ অন্যান্য জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সাথে তীব্র ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।