Today Trending Newsনিউজরাজ্য

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ঝমঝমিয়ে আসছে বৃষ্টি, রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা

Advertisement
Advertisement

এ বছরের মতো বিদায় নিতে চলেছে শীত। উত্তরের কনকনে বাতাস সরে গিয়ে বসন্তের আমেজ বাঙালীর জীবনকে সুন্দর করার অপেক্ষায় রয়েছে। তবে এরই মাঝে কিছুটা হলেও অস্বস্তি বাড়াতে পারে আবহাওয়ার পরিবর্তন। শীতের আমেজ কেটে বসন্ত আসার আগেই বৃষ্টিতে ভিজতে পারে বঙ্গবাসী।

Advertisement
Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী মঙ্গল ও বুধবার ঝমঝমিয়ে বৃষ্টি হতে পারে বঙ্গে। তবে এই বৃষ্টি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হবে না। উত্তরের পার্বত্য অঞ্চলে বৃষ্টির দেখা মিলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এই বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর‌। শীতের শেষ লগ্নে পশ্চিমী ঝঞ্ঝার দাপট বাড়ার কারণে উত্তরের জেলাগুলোতে প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

আরও পড়ুন : ১ লা মে থেকে শুরু, এনপিআরের কাজ শুরু করবে এই রাজ্য

Advertisement
Advertisement

দক্ষিনবঙ্গে শীত কমতে শুরু করলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীরে আগামী সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, সিকিম এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পশ্চিমবঙ্গ ছাড়াও পর্বত সংলগ্ন সিকিমেও প্রবল বর্ষণের দেখা মিলতে পারে। এই বর্ষণ চলবে আগামী বুধবার পর্যন্ত। বৃহস্পতিবার সকাল থেকে ধীরে ধীরে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Advertisement

Related Articles

Back to top button