শীতটা কাটতে না কাটতেই শুরু হয়েছে বর্ষা, ফাল্গুনের শুরুতেই বঙ্গে কালবৈশাখী আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এদিন দিনের বেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে কালবৈশাখী আছড়ে পড়তে পারে বলে জানাল আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি চলবে ঝোড়ো হাওয়া। বৃষ্টি চলতে পারে এই সপ্তাহ জুড়েই, এমনই জানাল হাওয়া অফিস। এই বৃষ্টির ফলে পারদ নেমেছে কিছুটা।

বৃহস্পতিবার ও শুক্রবার এই বৃষ্টি চলবে, ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে এই বৃষ্টি হবে বলে আভাস দিয়েছে আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বঙ্গোপসাগরের উচ্চচাপ বলয় ও মধ্যপ্রদেশের ঘূর্ণাবর্তের জেরে মেঘের সঞ্চার হয়েছে ঝাড়খণ্ডে। পরে তা স্থান পরিবর্তন করে চলে আসে কলকাতার দিকে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Now
বুধবার রাত থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার সকালে পর্যন্ত। আগামী তিনদিন এই বৃষ্টি। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, বর্ধমান-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তরবঙ্গের ৫ জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।