Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সকাল থেকেই মেঘে ঢাকা আকাশ, আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের

সকাল থেকে মেঘের ঘনঘটা আকাশজুড়ে। কালো মেঘে ঢেকেছে কলকাতা এবং সংলগ্ন এলাকা। ভোরবেলা থেকে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কলকাতা শহরতলীতে সকাল থেকে রোদের কোনো দেখা মেলেনি।…

Avatar

সকাল থেকে মেঘের ঘনঘটা আকাশজুড়ে। কালো মেঘে ঢেকেছে কলকাতা এবং সংলগ্ন এলাকা। ভোরবেলা থেকে মৃদুমন্দ হাওয়া দিচ্ছে এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে। কলকাতা শহরতলীতে সকাল থেকে রোদের কোনো দেখা মেলেনি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এই যে আর কিছুক্ষনের মধ্যে উত্তর ২৪ পরগনার বেশ কিছু অংশে নামবে তুমুল বৃষ্টি। সেই সাথে ঝোড়ো বাতাস বইতে পারে। হাওয়া অফিসের তরফে বৃষ্টির পূর্বাভাস দেওয়ার পাশাপাশি ওই সময় বাড়ির বাইরে কাউকে না বেরোনোর সর্তকতা জারি করা হয়েছে।

আসলে বৃষ্টির ঘাটতি অব্যাহত দক্ষিণবঙ্গে। শ্রাবণ মাসের শেষ সপ্তাহতে এসেও পর্যাপ্ত বৃষ্টি হয়নি দক্ষিণবঙ্গে। এই মরশুমে বৃষ্টির ঘাটতি পূরণ হওয়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। তবে জানা গিয়েছে আগামীকাল রবিবার বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা রয়েছে। আসলে বাংলার ওপরে থাকা নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হবে। এই নিম্নচাপের প্রভাব দেখা যাবে পশ্চিমবঙ্গের উপকূলগুলিতে। তাই ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর আগামী সোমবার থেকে মৎস্যজীবীদের জন্য লাল সর্তকতা জারি করেছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

এছাড়া দক্ষিণবঙ্গবাসীদের জন্য সুখবর শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপ ক্রমশ শক্তিশালী হয়ে উঠলে আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। উত্তর-পশ্চিম এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকার ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এই নিম্নচাপটি উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকাতে সোমবার থেকে আরো শক্তিশালী হবে। শক্তি বৃদ্ধির পর নিম্নচাপটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে এবং উড়িষ্যা ও বাংলা উপকূলের মাঝে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে।

About Author