Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ঝোড়ো হাওয়ার সাথে ব্যাপক বৃষ্টি, দুর্যোগ চলবে রবিবার পর্যন্ত

বুধবার সন্ধ্যে থেকে ফের রাজ্যের একাধিক জেলাতে তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কাল সন্ধ্যে থেকে শুরু হওয়া এই বৃষ্টির জের আজকেও চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়-বৃষ্টির…

Avatar

বুধবার সন্ধ্যে থেকে ফের রাজ্যের একাধিক জেলাতে তুমুল ঝড়-বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। কাল সন্ধ্যে থেকে শুরু হওয়া এই বৃষ্টির জের আজকেও চলছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এই ঝড়-বৃষ্টির রেশ আগামী রবিবার পর্যন্ত চলবে। কোন কোন জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে। কোথায় ভারী বৃষ্টি হতে পারে। সাথে ঝোড়ো হাওয়া বইবে।

হাওয়া অফিস সূত্র মারফত জানা গেছে, বিহার থেকে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ হয়ে উত্তর-পূর্ব ভারত পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। তার জেরেই কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদীয়া, পূর্ব বর্ধমান, মুশির্দাবাদে ঝড়-বৃষ্টি হবে। দফায় দফায় এই বৃষ্টি চলতে থাকবে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেছেন যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে। নিম্নচাপ অক্ষরেখা সরে আসার জন্যই এই বৃষ্টিপাত হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

বুধবার রাতে ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৯৬ কিলোমিটার। গতকাল রাতের এই বৃষ্টির জেরে কলকাতার বেশ কিছু এলাকা যেমন- বেহালা, গড়িয়া,ঠনঠনিয়া, পর্ণশ্রী, ঠাকুরপুকুরে রাস্তায় জল জমে গিয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকা তথা সুন্দরবন, কাকদ্বীপ, সন্দেশখালি, গোসাবা এই এলাকাগুলিতে আমফানের জেরে জলমগ্ন ছিল। ফের কালকের বৃষ্টিপাতে আবার জল বাড়বে বলে আশঙ্কা করা হয়েছে। এদিকে কালকের ঝড়ে রাজ্যে ৩ জন মানুষ মারা গেছেন। অনেকজন আহত হয়েছে বলে জানা গেছে।

About Author