Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather Forecast: মান্দাসের পর সাগরে তৈরি হচ্ছে আরও একটি ঘূর্ণাবর্ত, আগামী কয়েকদিনে কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ…

Avatar

ডিসেম্বর মাসের শুরু হয়ে গেলেও বঙ্গজুড়ে শীতের আমেজ খুব একটা নেই বললেই চলে। ভোরের দিকে শীত অনুভূত হলেও, বেলা বাড়লেই তা সম্পূর্ণ উধাও হয়ে যায়। তারমধ্যে শহরতলি কলকাতার তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। বাংলায় জাঁকিয়ে শীত এখনও অধরাই। অন্যদিকে ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাবে একটানা বৃষ্টি হচ্ছে চেন্নাইতে। আর তার প্রভাবে বাংলার মুখ থেকে শীতের পরশ সম্পূর্ণ উধাও হয়ে গিয়েছে। তবে বঙ্গে তেমন কিছু প্রভাব না পড়লেও, গত সপ্তাহের শেষে ঘূর্ণিঝড় মান্দাস দক্ষিণ ভারতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রের খবর যে আগামী পাঁচদিন রাতের তাপমাত্রায় বিশাল কিছু হেরফের দেখা যাবে না। অর্থাৎ আগামী কয়েক দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তাপমাত্রা থাকবে ১৮-১৯ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়েছে তাই আগামী কয়েকদিন স্বাভাবিকের তুলনায় ২-৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেশি থাকবে। তবে দক্ষিণবঙ্গের আকাশ থাকবে পরিস্কার এবং আগামী পাঁচ দিনে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে মৌসুম ভবন জানিয়ে রেখেছে যে ঘূর্ণিঝড় মান্দাসের প্রভাবে সাগরে আরো একটি ঘূর্ণাবর্ত তৈরীর অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী ১৩ ডিসেম্বর এই নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং তা আদৌ কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে নাকি, সেই নিয়ে সংশয় রয়েছে। আপাতত মনে করা হচ্ছে ওই নতুন ঘূর্ণাবর্তেরও বাংলার ওপর প্রভাব ফেলার তেমন কোনো সম্ভাবনা নেই।

About Author