নিউজ

Weather forecast in bengal: রবিবার থেকেই আবহাওয়ায় বড় বদল, আগামী ক’দিন ঝড় বৃষ্টির পূর্বাভাস কোথায় কোথায়?

রবিবার থেকে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে

Advertisement

Advertisement

রবিবার থেকে আবারও রাজ্যে ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলায় বৃষ্টি থাকলেও সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তি এলাকায। শনিবার বৃষ্টির সম্ভাবনা না থাকলেও, মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে দক্ষিণবঙ্গে। দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার কিছুটা উপরের দিকে থাকতে পারে। তবে, রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হবে। কলকাতা, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গে বুধবার এবং বৃহস্পতিবার ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।

Advertisement

অন্যদিকে উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচটি জেলা, দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়িতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী চার-পাঁচ দিন পর্যন্ত সিকিম ও উত্তরবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিহার সংলগ্ন উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলিতে রবিবার থেকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। শনিবার কলকাতায় মূলত পরিষ্কার আকাশ। আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির তেমন কোন সম্ভাবনা নেই। তবে রবিবার থেকে আবারও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।

Advertisement

এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। গতকাল শুক্রবারই তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় এই তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কম। অন্যদিকে বিকালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা মোটামুটি স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ৩৯ থেকে ৯০ শতাংশ পর্যন্ত। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৫ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

Advertisement

Recent Posts