Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রবল বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে, ভিজবে দক্ষিণবঙ্গের এই ৫ জেলাও, সতর্কবার্তা জানাল হাওয়া অফিস

Updated :  Sunday, July 17, 2022 9:54 AM

বৃষ্টির ঘাটতিতে এতদিন নাস্তানাবুদ অবস্থা ছিল উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে। এমনকি উত্তরবঙ্গের জলপাইগুড়িতে রেকর্ড গরমে নাজেহাল হয়েছিলেন বাসিন্দারা। তবে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবাসরীয় সকালে ঘোষণা করেছে যে বদল আসতে চলেছে দক্ষিণবঙ্গের আবহাওয়ায়। সোমবার থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। আগামী মঙ্গলবার ও বুধবার অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও, হালকা ও মাঝারি বৃষ্টি হবে বিভিন্ন জেলাতে।

আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে আজ সকালে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, কলকাতা, হুগলি এবং হাওড়াতে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নিম্নচাপের কারণে এই বৃষ্টি হবে। আসলে বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ রয়েছে। এই নিম্নচাপের প্রভাব সরাসরি বাংলার বুকে আছড়ে না পড়লেও, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হবে। তবে এই মুহূর্তে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই অতিভারী বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

তবে উত্তরবঙ্গের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হবে বলে সর্তকতা জানিয়েছে আবহাওয়া দপ্তর। জানা গিয়েছে, আগামী মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু জায়গাতে ১০০-২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আবহাওয়া দপ্তর ইতিমধ্যে উত্তরবঙ্গবাসীকে সতর্ক করেছে। আজ রবিবার থেকে হালকা বৃষ্টি শুরু হয়ে যাবে উত্তরবঙ্গে।