নিউজ

এই ঠান্ডায় আবার বৃষ্টি! আবহাওয়া দফতরের পূর্বাভাস আগেভাগে জেনে নিন

Advertisement

Advertisement

পাহাড়ে তুষারপাতের কারণে সমভূমিতে শীতের প্রকোপ বেড়েছে। তুষারঝড়ের কারণে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এবং দিল্লি-এনসিআর-সহ বেশ কয়েকটি রাজ্যে প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। বুধবার রাজধানী দিল্লিতে বাতাসের গতিবেগ বেশি ছিল। এ কারণে সারাদিন ঠাণ্ডা লেগেই ছিল। বৃহস্পতিবার সকাল ৫টায় তাপমাত্রা রেকর্ড করা হয় কমের দিকে। যদিও পশ্চিমবঙ্গে ইদানীং ঠান্ডার প্রকোপ কিছুটা কমেছে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে রাজ্যে ঢুকছে জলীয় বাষ্প।

Advertisement

জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশে তুষারপাতের কারণে সমভূমিতে ঠান্ডা বাড়ার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন প্রান্তে বেশ কড়া ঠান্ডা পড়েছে। দিল্লি, জম্মু, মুসুরি সহ দেশের উত্তর ও উত্তর পশ্চিমের বেশ কিছু জায়গায় তাপমাত্রা নেমে গিয়েছে দশ ডিগ্রি সেলসিয়াস এর নিচে।

Advertisement

Advertisement

বৃহস্পতিবার সকালেও বাংলার আকাশে মেঘের হালকা চাদর কোথাও কোথাও দেখা গিয়েছে। সাগর থেকে ঢুকেছে জলীয় বাষ্প পূর্ণ মেঘ। কুয়াশা ছিল সকালে ও রাতের দিকে। দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় অবশ্য বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক ঠান্ডা থাকবে। উত্তরবঙ্গেও একই। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বৃষ্টি কোনো সম্ভাবনা নেই ।

বিহারের পাটনা সহ ১৭টি শহরে সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং পাটনা সহ ১৪ টি শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে রয়েছে।

Recent Posts