টেক বার্তা

দাম 1 লাখ টাকার কম, সিঙ্গেল চার্জে 170 কিমি ছুটবে, জেনে নিন ফিচারগুলো

Advertisement
Advertisement

দেশের বৈদ্যুতিক গাড়ি তৈরির কোম্পানি iVooMi একটি নতুন বৈদ্যুতিক স্কুটার চালু করেছে। কোম্পানি বাজারে JeetX ZE নামে একটি নতুন ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। ১০ মে থেকে এই স্কুটারের বুকিং শুরু হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ১৮ মাস ধরে ব্যাপক গবেষণা ও উন্নয়নের পর এই স্কুটারটি লঞ্চ করা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, এই স্কুটারটি ১০০ হাজার কিলোমিটার পর্যন্ত পরীক্ষা করা হয়েছে। এই স্কুটারটি ৩ টি ব্যাটারি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। সংস্থার তরফে দেওয়া তথ্য অনুযায়ী, এই ইলেকট্রিক স্কুটারের প্রাথমিক এক্স-শোরুম দাম ৭৯,৯৯৯ টাকা। এটি ৩ ব্যাটারি ভেরিয়েন্টে পাওয়া যাবে। 2.1 kWh, 2.5 kWh এবং 3 kWh ব্যাটারি প্যাক রয়েছে।

Advertisement
Advertisement

কোম্পানি এই স্কুটারটি ৮টি প্রিমিয়াম রঙে লঞ্চ করেছে। এর মধ্যে রয়েছে ধূসর, লাল, সবুজ, গোলাপি, প্রিমিয়াম গোল্ড, ব্লু, সিলভার এবং ব্রাউন। স্কুটারটিতে প্রসারিত লেগরুম এবং বুট স্পেস রয়েছে। সেই সঙ্গে নিরাপত্তার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। স্কুটারটি টার্ন-বাই-টার্ন নেভিগেশন সরবরাহ করে।

Advertisement

JeetX ZE

Advertisement
Advertisement

সংস্থার তরফে জানানো হয়েছে, এই স্কুটারের ব্যাটারি প্যাক ৭ কিলোওয়াট পাওয়ার জেনারেট করে। এছাড়াও স্কুটারটি ২.৪ গুণ ভাল কুলিং এবং উন্নত স্থান সরবরাহ করে। স্কুটারটিতে ১২ কেজি অপসারণযোগ্য ব্যাটারি রয়েছে। পেইন্টে ৫ বছরের ওয়ারেন্টি থাকছে। এ ছাড়া ব্যাটারিতে আইপি৬৭ লাগানো থাকায় বৃষ্টিতে ভিজে যাওয়ার ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে না। এছাড়াও কোম্পানি গ্রাহকদের কোনও অতিরিক্ত খরচ ছাড়াই স্কুটারের যে কোনও অংশের এককালীন প্রতিস্থাপনের সুবিধা দিচ্ছে।

Advertisement

Related Articles

Back to top button