গত মঙ্গলবার আবহাওয়া দফতরের তরফ থেকে জানা গিয়েছিল, বুধবার ও বৃহস্পতিবার রাজ্য জুড়ে হতে পারে বৃষ্টি। এদিন বুধবার সকাল থেকে আকাশের মুখ কালো করে কিছু কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গিয়েছে।
এদিকে তিথি অনুযায়ী, বুধ ও বৃহস্পতিবার রয়েছে সরস্বতী পুজো। এদিন বৃষ্টি মাথায় নিয়েই চলেছে দেবীর উপাসনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এদিন হয়েছে হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘুর্নাবর্তের সৃষ্টি হতে চলেছে যার জেরে বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের কিছু জেলায়।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : ২০২২ সালের মধ্যে ভারতের প্রথম জলের তলে মেট্রো ছুটবে কলকাতায়
এছাড়া পশ্চিমী ঝঞ্জা রয়েছে, এই দুয়ে মিলে রাজ্যের দক্ষিণবঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমী ঝঞ্জার কারনে উত্তুরে হাওয়া জোরদার না হতে পেরে এদিন তাপমাত্রা কিছুটা কমেছে।