Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

কেমন থাকবে পুজোর চারটি দিনের আবহাওয়া, জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর

মহালয়ার সকাল থেকেই দেখা গিয়েছে রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস থাকলেও তেমন একটা বৃষ্টি আজ হয়নি। বৃষ্টির বিশেষ কোন নিশ্চয়তা এই মুহূর্তে নেই। এই কারণেই মহালয়ার পরবর্তী…

Avatar

মহালয়ার সকাল থেকেই দেখা গিয়েছে রোদ ঝলমলে আকাশ। বেলা বাড়লে বিক্ষিপ্ত বর্ষণের পূর্বাভাস থাকলেও তেমন একটা বৃষ্টি আজ হয়নি। বৃষ্টির বিশেষ কোন নিশ্চয়তা এই মুহূর্তে নেই। এই কারণেই মহালয়ার পরবর্তী দিনগুলো যে মোটামুটি বর্ষণ বিহীন হতে চলেছে সেটা ধরে নেওয়া যেতে পারে। সম্ভাবনা রয়েছে পুজোতেও সেরকমভাবে কোনো বড় বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে বৃষ্টিপাত অব্যাহত থাকলেও, দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও, সেটা পূজোর ক্ষেত্রে এমন ভাবে কোন প্রভাব ফেলবে না।তবে পূর্বাভাস থাকলেও তেমন একটা বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে। শরৎকালের রোদ ঝলমলে আকাশের নিচে দাঁড়িয়ে তর্পণ করলেন বহু মানুষ। বলতে গেলে, দেবিপক্ষের সূচনাটা বেশ ভালই হলো পশ্চিমবঙ্গবাসীর জন্য। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোতে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া স্বাভাবিক থাকবে। বর্ষণের কোন সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বিদায় নিলেও সম্পূর্ণরূপে পশ্চিমবঙ্গ থেকে যে বৃষ্টি বিদায় নিয়েছে সেটা বলা যাবে না। এখনো উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টিপাতের প্রভুত সম্ভাবনা রয়েছে। কয়েকদিন আগে পর্যন্ত ব্যাপক বৃষ্টি হয়েছিল পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায়। তখন আশঙ্কার খবর জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা এবং আশেপাশের এলাকায় ব্যাপক বৃষ্টিপাত হয়েছিল সেই সময়। তবে সেই সমস্ত কাটিয়ে উঠে এবার একেবারে নতুনভাবে শুরু হয়েছে দূর্গা পুজোর কাউন্টডাউন।প্রথমে পুজোতে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। তবে যত সময় গড়িয়েছে সেই সম্ভাবনা আস্তে আস্তে ক্ষীন হয়েছে। আপাতত পুজোর চারটি দিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে পুজোর চারটি দিনেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকবে না। চতুর্থী পর্যন্ত কয়টি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তেমনভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা কোথাও নেই।
About Author