আগামী ২৪ ঘণ্টার পর আবহাওয়ার পরিবর্তন, কি জানাল আবহাওয়া দফতর

Advertisement

Advertisement

আজ রাজ্য জুড়ে তীব্র শীতের আমেজ বজায় থাকবে। শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে রবিবার সকাল থেকেই আকাশ ঢাকা ছিল ঘন কুয়াশার আস্তরণে। কিন্তু বেলা হতেই আকাশ একদম স্বচ্ছ হয়ে উঠেছে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশা রয়েছে।

Advertisement

আগামী কয়েকদিন কলকাতা ও আশপাশের জেলাগুলোতে কুয়াশার সর্তকতা জারি থাকছে। সোমবার কলকাতা সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। গত দুদিনে ৪ ডিগ্রি পারদ নেমেছে। আগামী ২৪ ঘন্টায় পারদ আরও নামবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Advertisement

আরও পড়ুন : জেএনইউ-র অমানবিক হামলার ঘটনায় নিন্দা দেশজুড়ে, দিল্লি পাঠাচ্ছেন তৃণমূল সাংসদদের

Advertisement

জম্মু কাশ্মীরে আবার পশ্চিমী ঝঞ্ঝার ঢোকার ফলে বুধবারের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে রাজ্যে, তখন আবার আকাশ থাকবে মেঘলা, হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে বেশিদিন হয়তো এই ঠান্ডা থাকবে না বলেই অনুমান করা হচ্ছে।