নিউজরাজ্য

দুপুরের পরে কোথাও আবহাওয়া বদল, আবার কোথাও বৃষ্টি, রইল পশ্চিমবঙ্গের ওয়েদার আপডেট

উত্তরবঙ্গের দার্জিলিঙে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে

×
Advertisement

দার্জিলিং কালিম্পং-এ বৃষ্টি। আবার অন্যদিকে দক্ষিণবঙ্গের উপকূল এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে সকাল বেলা দেখা গেল কুয়াশা। দক্ষিণবঙ্গে ক্রমশ বৃদ্ধি পেতে চলেছে তাপমাত্রা এবং শনি এবং রবিবারের মধ্যে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দপ্তর। রাতের তাপমাত্রা একই রকম থাকলেও বৃদ্ধি পাবে দিনের তাপমাত্রা। একইভাবে উত্তরবঙ্গে সম্ভাবনা রয়েছে বৃষ্টির। জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। পূর্ব মেদিনীপুর দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগণা, কলকাতা, হাওড়া, হুগলি এবং বেশ কিছু জেলায় সকালের দিকে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়লে আকাশ পরিষ্কার থাকবে। বৃদ্ধি পাবে দিনের তাপমাত্রা এবং সপ্তাহের শেষে ৩৫ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে কলকাতা তাপমাত্রা। জেলায় জেলায় হওয়ার বদল হবে। তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আগামী পাঁচ দিন।

Advertisements
Advertisement

আজ উত্তরবঙ্গের দার্জিলিঙে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে দার্জিলিং এবং কালিম্পং-এর বিস্তীর্ণ এলাকায়। উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে পরিষ্কার আকাশ থাকা সম্ভাবনা রয়েছে। কলকাতায় সকালে কুয়াশা এবং পরে পরিষ্কার আকাশ। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রার তেমন একটা হেরফের না হলেও পূবালী হাওয়ার দাপটে জলীয় বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে। এর ফলে আদ্রতা জনিত অস্বস্তি বাড়তে পারে। জলীয়বাষ্পের জন্য কুয়াশা থাকবে এবং দিনের বেলা তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে।

Advertisements

আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৫° সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকা থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল তাপমাত্রা ছিল ২৩.৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৫ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৪২ থেকে ৮৮ শতাংশের মধ্যে। আগামী ২৪ ঘন্টায় কলকাতার তাপমাত্রা থাকবে ২৩ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে শনিবার অর্থাৎ ৪ মার্চ। পশ্চিম মধ্যপ্রদেশ, দক্ষিণ-পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। অপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে অসম সংলগ্ন এলাকায়।

Advertisements
Advertisement

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীর, লাদাখ, উত্তরাখন্ড, হিমাচল প্রদেশ, কাশ্মীর ভ্যালি, পাঞ্জাব, হরিয়ানা এবং চন্ডিগড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাঞ্জাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি, চন্ডিগড় এবং হরিয়ানায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা একটু বেশি। দেশে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরে। রাতের তাপমাত্রা বেশিরভাগ এলাকায় উল্লেখযোগ্য পরিবর্তন না হলেও দিনের তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে। উত্তর-পশ্চিম ভারতের বিভিন্ন রাজ্যে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তী দিনগুলিতে ক্রমশ তাপমাত্রা ৪ ডিগ্রি পর্যন্ত বাড়বে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিনে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪ ডিগ্রী পর্যন্ত বাড়বে। মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে। পশ্চিম ভারতের রাজ্যগুলিতে আগামী ৩ দিনে তাপমাত্রা বাড়বে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।

Related Articles

Back to top button