Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather Update: বৃষ্টি-ঝড়ে ভিজবে দক্ষিণবঙ্গ! বিকেলে তাণ্ডব নামবে এই ৪ জেলায়, বুধবারও মিলবে না রেহাই

আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ফের একবার বৃষ্টি নিয়ে হাজির বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ জুলাইয়ের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে…

Avatar

আকাশের মুখ ভার। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে ফের একবার বৃষ্টি নিয়ে হাজির বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৪ জুলাইয়ের দিকে উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যার জেরে আগামী কয়েক দিন বাংলার বিভিন্ন জেলায় নামতে পারে অঝোর বৃষ্টি। ইতিমধ্যেই বেশ কিছু জেলায় জারি হয়েছে সতর্কতা।

দক্ষিণবঙ্গের জন্য বাড়ছে উদ্বেগ

আলিপুর আবহাওয়া দফতরের বুলেটিনে জানানো হয়েছে, আজ ২৩ জুলাই মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বদল লক্ষ্য করা যাবে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আগামীকাল বুধবার ২৪ জুলাই দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় প্রায় ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। ২৫ জুলাই বৃহস্পতিবার থেকে আবহাওয়ার আরও অবনতি হতে পারে। পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বাঁকুড়া জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। মানে, ওই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস।

উত্তরবঙ্গেও অপেক্ষা করছে বৃষ্টি

উত্তরবঙ্গের আবহাওয়াতেও কিছুটা পরিবর্তন দেখা যাবে। ২৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিচ্ছিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৩ ও ২৪ তারিখে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকতে পারে, তবে ২৫ জুলাই থেকে ফের বাড়বে বর্ষার দাপট।

কি হতে পারে প্রভাব?

সতর্কতার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। নিচু জায়গায় জল জমে যাওয়ার আশঙ্কা রয়েছে। গ্রামীণ এলাকাগুলিতে বিদ্যুৎ সংযোগ ও কৃষিকাজে সমস্যা হতে পারে। তবে, বর্ষাকালীন চাষাবাদের জন্য এই বৃষ্টি উপকারী হতে পারে বলেও মনে করছেন অনেক কৃষক।

১. কখন নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে?
২৪ জুলাই উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।

২. কোন কোন জেলায় কমলা সতর্কতা জারি হয়েছে?
পুরুলিয়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি এবং বাঁকুড়ায় কমলা সতর্কতা জারি হয়েছে।

৩. বুধবার দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

৪. উত্তরবঙ্গে সবচেয়ে বেশি বৃষ্টি কবে হতে পারে?
২৫ জুলাই থেকে ২৭ জুলাইয়ের মধ্যে কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

৫. এই বৃষ্টিতে কি কৃষিক্ষেত্রে সমস্যা হতে পারে?
নিচু জমিতে জল জমে গেলে সমস্যা হতে পারে, তবে বর্ষাকালীন ফসলের জন্য বৃষ্টি উপকারীও হতে পারে।

About Author