Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Weather Update: রবিবারে দিনভর চলবে ভারী বৃষ্টি! কোন কোন জেলায় দুর্যোগের পূর্বাভাস? জানাল আবহাওয়া দপ্তর

বৃষ্টিতে ভিজেই চলবে বাংলা। কমার নাম নেই বর্ষার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র আগামী কয়েক দিনও ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল। রাজ্যের দুই প্রান্তেই জারি হয়েছে সতর্কতা। দক্ষিণবঙ্গে…

Avatar

বৃষ্টিতে ভিজেই চলবে বাংলা। কমার নাম নেই বর্ষার। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্র আগামী কয়েক দিনও ঝড়-বৃষ্টির দাপট বজায় থাকবে। অন্যদিকে, উত্তরবঙ্গে পরিস্থিতি আরও জটিল। রাজ্যের দুই প্রান্তেই জারি হয়েছে সতর্কতা।

দক্ষিণবঙ্গে বর্ষার ছন্দ

শনিবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশ ছিল মেঘে ঢাকা। কোথাও হালকা, কোথাও মাঝারি বৃষ্টি দেখা গিয়েছে। আবার ফাঁকেফাঁকে সূর্যের ঝলকানিও দেখা দিয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার মেজাজ কিছুটা রুক্ষ হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ-সহ সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হবে।এই অবস্থা চলবে আগামী সপ্তাহজুড়ে। সোমবার, মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় একই রকম পরিস্থিতি বজায় থাকবে। তবে বৃহস্পতিবার অর্থাৎ ৭ অগস্ট থেকে বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলিতে স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

উত্তরবঙ্গে বৃষ্টি বিপজ্জনক রূপে

উত্তরবঙ্গে দুর্যোগের পরিস্থিতি আরও ভয়াবহ। হাওয়া অফিস জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর ও কালিম্পঙের বেশ কিছু এলাকায় ৪ অগস্ট পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ইতিমধ্যেই জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। অন্য জেলাগুলিতে রয়েছে ‘কমলা সতর্কতা’।এই পরিস্থিতিতে ভূমিধস বা নদীর জল বাড়ার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে এবং সরকারি নির্দেশ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সারা দেশে বৃষ্টির গতি জোরালো হতে পারে

ভারতীয় আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, চলতি বছর বর্ষার দ্বিতীয়ার্ধ অর্থাৎ অগস্ট-সেপ্টেম্বরে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও এই অতিবৃষ্টির প্রভাব পড়তে পারে।
About Author