নিউজরাজ্য

Weather alert: ঘন্টা ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হাওয়া, ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা, চলুন দেখে নেওয়া যাক আবহাওয়ার মেগা আপডেট

আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে

Advertisement
Advertisement

দক্ষিণবঙ্গে আবারও ব্যাপক তাপপ্রবাহ। গরমের জ্বালায় রীতিমতো জ্বলছেন মানুষজন। এই পরিমাণ তাপের জেরে স্থানীয়ভাবে কালবৈশাখীর সম্ভাবনা থাকলেও, ঝড় বৃষ্টির সম্ভাবনা তেমন কিছু নেই। কলকাতায় আবারও বজ্রপাত এবং ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বুধবার নাগাদ একদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির জন্য এলাকায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সপ্তাহের মাঝেই একদিনের এই ঝড় বৃষ্টির তাণ্ডব বেশ জোরালো থাকবে। তাই ইতিমধ্যেই প্রকৃতির তান্ডবের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে কিছু কিছু জেলায়।

Advertisement
Advertisement

আজ রবিবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। পাশাপাশি আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৫৯%। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার কলকাতা এবং দক্ষিণবঙ্গে বজ্রপাত এবং ঝড় বৃষ্টি হবার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ঘন্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়ায় ঝড় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় তোলপাড় হবার সম্ভাবনা রয়েছে।

Advertisement

তবে বুধবার ঝড়-বৃষ্টির আগে কিন্তু অগ্নি স্নান হতে চলেছে বাংলায়। তাপপ্রবাহের সতর্কতা ইতিমধ্যেই জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণের একাধিক জেলায় সোমবার মঙ্গলবার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের কোটা ছাড়িয়ে যেতে পারে। রবিবার দক্ষিণের প্রত্যেকটি জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও বিকেলে এবং সন্ধ্যা নাগাদ স্থানীয়ভাবে কালবৈশাখী পরিস্থিতি তৈরি হতে পারে কিছু কিছু জেলায়। তবে কলকাতা সহ বেশ কিছু জেলায় ঝড় বৃষ্টি হলেও, গরমের অস্বস্তি একই রকম থাকবে।

Advertisement
Advertisement
Advertisement

Related Articles

Back to top button